আজকাল ওয়েবডেস্ক: ভাগ্যলক্ষ্মী সহায় হলে, কী না হয়! নেই কোনও এমবিবিএস, এমবিএ ডিগ্রি। ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, চ্যাটার্ড অ্যাকাউন্ট্যান্টও নন। তাও মাস গেলে আট লক্ষ টাকা উপার্জন করেন একজন অটো চালক। জানলে আরও অবাক হবেন, এই অটো চালক সারাদিনে অটো চালান না। শুধুমাত্র রাস্তার একধারে অটো দাঁড় করিয়ে রেখেই মাসে লাখপতি তিনি। কীভাবে? 

 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক যুবক মুম্বইয়ের এই ধনী অটো চালকের কাহিনি ভাগ করে নিয়েছেন। রাহুল রুপানি নামের যুবক জানিয়েছেন, তিনি দিন কয়েক আগে মার্কিন দূতাবাসে গিয়েছিলেন পাসপোর্টের জন্য। সেখানে প্রবেশ করার আগে নিরাপত্তাকর্মী জানান, ব্যাগ বাইরে রেখে ঢুকতে হবে। দূতাবাসে ব্যাগ নিয়ে প্রবেশ করা নিষিদ্ধ। বাইরে কোথায় ব্যাগ রাখবেন ভাবতে ভাবতেই এই অটো চালক হঠাৎ এসে উপস্থিত হন। 

 

তখনই অটো চালক বলেন, তাঁর কাছে নিশ্চিন্তে ব্যাগ রেখে দূতাবাসে গিয়ে কাজ সারতে পারেন। প্রথমে হকচকিয়ে গেলেও, অটো চালকের কথা শুনে রীতিমতো হতবাক হয়ে যান যুবক। অটো চালক বলেন, রোজ তাঁর অটো দূতাবাসের উল্টোদিকের রাস্তায় দাঁড় করানো থাকে। যাঁরাই কাজে আসেন, তাঁরা অটোতে ব্যাগ রেখে নিশ্চিন্তে কাজে যান। 

 

প্রতিদিন ২০ থেকে ৩০ জন তাঁর কাছে ব্যাগ রাখেন। এর জন্য জনপ্রতি এক হাজার টাকা উপার্জন করেন তিনি। দিনে ২০ থেকে ৩০ হাজার টাকা উপার্জন করেন। মাসে পাঁচ থেকে আট লক্ষ টাকা উপার্জন। অটো চালক জানান, তাঁকে এই কাজে এক পুলিশ আধিকারিক সাহায্য করেন। ফলে ব্যাগগুলি নিরাপদেই রাখা থাকে। অটো না চালিয়েও, এভাবেই মাসে লাখপতি হন তিনি।