আজকাল ওয়েবডেস্ক: প্রযুক্তির ব্যবহারের ফলে বিবর্তন এসেছে চিকিৎসা বিজ্ঞানে। স্বাস্থ্যপরীক্ষা থেকে শুরু করে অস্ত্রোপচার সবকিছুতে অপরিহার্য প্রযুক্তি। জনস্বাস্থ্যের খাতিরে এ এবার আরও একটি সম্ভাব্য পরিবর্তন আনতে চলেছে হায়দরাবাদের নিলুফার হাসপাতাল। ভারতের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই-ভিত্তিক ডায়াগনস্টিক টুল ব্যবহার করা শুরু করেছে এই হাসপাতাল। যা এক মিনিটেরও কম সময়ে সূঁচ না ফুটিয়েই রক্তপরীক্ষা করতে সক্ষম।
‘অমৃত স্বাস্থ্য ভারত’ নামক অ্যাপটিকে তৈরি করেছে কুইক ভাইটালস নামে একটি স্টার্টআপ সংস্থা। অ্যাপটি অত্যাধুনিক ফেসিয়াল স্ক্যানিং প্রযুক্তি ব্যবহার করে ২০ থেকে ৬০ সেকেন্ডের মধ্যেই রক্ত পরীক্ষার ফলাফল জানিয়ে দিতে পারবে।
প্রচলিত রক্ত পরীক্ষার মতো সূচ ফুটিয়ে রক্ত সংগ্রহ করে নয়, অমৃত স্বাস্থ্য ভারত ফটোপ্লেথিসমোগ্রাফি (পিপিজি) ব্যবহার করে। এই প্রযুক্তি ত্বকের মাধ্যমে আলো শোষণের পরিবর্তন শণাক্ত করে স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ দিকগুলির মূল্যায়ন করে। এর মধ্যে রয়েছে, রক্তচাপ, রক্তে অক্সিজেনের পরিমান, হার্ট রেট, হিমোগ্লোবিন ইত্যাদি।স্মার্টফোন বা ট্যাবলেট ব্যবহার করেই এই পরীক্ষাগুলি করা যায়।
কুইক ভাইটালস-এর প্রতিষ্ঠাতা হরিশ বিসাম জানিয়েছেন, স্বাস্থ্যপরীক্ষা করা এখন মোবাইলে সেলফি তোলার মতোই সহজ।তিনি বলেন, “আমাদের মোবাইল ফেস স্ক্যানিং সিস্টেম এক মিনিটেরও কম সময়ের মধ্যে প্রয়োজনীয় স্বাস্থ্য তথ্য আমাদের সামনে তুলে ধরে। আমরা বিশ্বাস করি এটি স্বাস্থ্য পরিষেবায় বহু সুবিধা এনে দেবে। বিশেষ করে সুবিধাবঞ্চিত সম্প্রদায়গুলিকে।“
নিলুফার হাসপাতালের সুপার রবি কুমার বলেন, “এই উদ্যোগের ফলে একটি বড় অংশের মানুষের সময় মতো স্বাস্থ্য পরীক্ষা করা সম্ভব হবে।অমৃত স্বাস্থ্য ভারত শিশু এবং মহিলাদের জন্য দ্রুত, সুরক্ষিত এবং উপকারি।“
জাতীয় চিকিৎসা কমিশনের সদস্য ডঃ সন্তোষ ক্রালেট আরও বলেন, প্রযুক্তির কারণে, রক্তাল্পতা এবং অন্যান্য রোগ প্রায়শই মহিলা এবং শিশুদের মধ্যে ধরা পড়ে না। এই প্রযুক্তির মাধ্যমে দ্রুত নির্ণয় করা যেতে পারে।
