আজকাল ওয়েবডেস্ক: গরমের দিনে বাড়িতে বিদ্যুতের বিল নিয়ে সকলের মাথায় হাত পড়ে। তবে বাড়িতে রাখা কিছু যন্ত্রকে যদি একটু সঠিকভাবে চালানো যায় তাহলে সেখান থেকে মিলতে পারে মুক্তির পথ।


গরমের দিনে সবথেকে বেশি ব্যবহার করা হয় এসি, কুলার। তবে এগুলি ছাড়াও এমন কয়েকটি সরঞ্জাম রয়েছে যেগুলি থেকে বেশি বিদ্যুতের বিল উঠতে পারে। 


এটা সকলেই জানেন ঘরে যদি এসি চলে তাহলে সেখান থেকে সবথেকে বেশি বিদ্যুতের বিল ওঠে। যদি একে বুঝেশুনে চালাতে পারেন তাহলে সেখান থেকে বিদ্যুতের বিল অনেকটা কমবে।


ঘরে গরম জল করার হিটার এই সময়ে খুব একটা লাগে না। এটিকে যদি গরমকালে কম ব্যবহার করতে পারেন তাহলে সেখান থেকে বিদ্যুতের বিল অনেকটাই কম হবে।


ঘর গরম করার জন্য অনেকে ইলেকট্রিক হিটার ব্যবহার করে থাকেন। তবে গরমকালে এটিও খুব একটা বেশি লাগে না। ফলে সেখান থেকে যদি এর ব্যবহার বন্ধ করতে পারেন তাহলে সেখান থেকে বিদ্যুতের বিল হবে। 


বাড়িতে জামাকাপড় শোকানোর জন্য অনেকেই ক্লোথ ডায়ার ব্যবহার করে থাকেন। এটি প্রচুর বিদ্যুতের বিল তোলে। যদি এর ব্যবহার কমাতে পারেন তাহলে সেখান থেকে অনেকটাই কম হবে বিল।


গরম হোক বা শীত প্রতিটি বাড়িতে গরমের দিনে সর্বক্ষণ যেটি চলে সেটির নাম ফ্রিজ। এখানে ঘরের খাবার থেকে শুরু করে কাঁচা সবজি, ফল, ঠান্ডা পানীয় সবই থাকে। তবে যদি একে সারাদিনে খানিকটা সময় বন্ধ করে রাখতে পারেন না এর গতি কমিয়ে রাখতে পারেন তাহলে সেখান থেকে কম হবে বিল।


ঘরের ইলেকট্রিক ওভেন বা স্টোভ ব্যবহার করে অনেকে রান্না করেন। এগুলি প্রচুর পরিমানে বিদ্যুত খরচ করে। যদি এর ব্যবহার কমিয়ে অন্য উপায়ে রান্না করতে পারেন তাহলে সেখান থেকে কমবে বিদ্যুতের বিল।


বাড়িতে যদি ওয়াশিং মেশিন থাকে তাহলে গরমের দিনে তার ব্যবহার খানিকটা হলেও কমিয়ে দিন। এটি গরমের সময় প্রচুর বিদ্যুৎ খরচ করে থাকে। যদি এর ব্যবহার কমাতে পারেন তাহলে সেখান থেকে প্রচুর বিল কম হবে।