আজকাল ওয়েবডেস্ক: পেন দিয়ে যায় চেনা। মানুষের জীবনের অন্যতম অধ্যায়ের সঙ্গে জড়িয়ে রয়েছে পেন। স্কুলের জীবন থেকে শুরু করে কলেজ, তারপর সেখান থেকে অফিস। সর্বত্রই পেনের ব্যবহার ছাড়া জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়।
চেন্নাইতে হয়ে গেল একটি পেন শো। সেখানে সব ধরণের পেনের ছড়াছড়ি। দেশি পেন থেকে শুরু করে বিদেশী, সব ধরণের পেন দেখা গেল সেখানে। তবে শুধু পেন নয়, সেখানে ছিল হরেকরকম পেন্সিল, মার্কার, নোটবই, ডায়রি। সবই ছিল এমন নজরকাড়া যা দেখে কেউ নিজেদের সরিয়ে রাখতে পারেনি। এরপর আসি ভিড়ের কথায়। হতেই পারে ডিজিটাল সময়। তবে কেন কিনতে যে হারে উৎসাহ নজরে এল তা দেখে সকলেই অবাক হয়ে গেল।
চেন্নাইয়ের গান্ধীনগরে এই পেনমেলাতে হরেকরকম পেন মিলবে সেটাই ছিল স্বাভাবিক। তবে তার থেকে অবাক করা ঘটনা হল নানা বয়সের মানুষ এসে নিজেদের পছন্দ করা পেনটি নিয়ে গেলেন বাড়ি। সেখানে যত দামই হোক না কেন তা যেন কম হয়েছে। পেনের প্রতি এই দরদ দেখে উদ্যোক্তারা তো একেবারে অবাক। জেট যুগে পেনের প্রতি এতটা কদর রয়েছে তা দেখে তো সকলের চোখ কপালে ওঠার যোগাড়।
ভারতের বাজারে তৈরি পেন তো বটেই বিদেশে তৈরি পেনও ছিল এই পেন বাজারে। ক্রেতারা এসে নিজের ইচ্ছামতো পেন কিনে নিয়ে গেলেন। তারা দেখে অবাক হলেন যখন ফাউন্টেন পেন পেয়ে গেলেন অতি কম দামে। এছাড়া নানা ধরণের দামী প্রতিষ্ঠানের পেন তো ছিলই। ফলে মেলার সমস্ত পেন শেষ হতে খুব বেশি সময় লাগল না।
মেলায় আসা এক ব্যক্তি জানালেন যে পেনটি তিনি ছেলেবেলাতে হারিয়ে ফেলে মায়ের কাছে বকুনি খেয়েছিলেন সেই পেনটি তিনি পেলেন এই পেন মেলাতে। ফলে দেরি না করে দ্রুত তিনি সেটি কিনে নিয়েছেন। অন্যদিকে সোনার পেন, রূপোর পেন, হীরের পেন কিনতেও ধনীদের লম্বা লাইন ছিল নজরে পড়ার মতো।
