আজকাল ওয়েবডেস্ক: সাতসকালে সহকর্মীর সঙ্গে জলখাবার খেতে বসেছিলেন ২৮ বছরের তরুণ শ্যাম পাঞ্চাল। কিন্তু সেই খাবারই যে তাঁর জীবনের শেষ খাওয়া হবে, তা কল্পনাও করতে পারেননি কেউ। সামান্য এক ঘটনার জেরে সহকর্মীর হাতেই খুন হতে হলো তাঁকে। ঘটনাটি ঘটেছে তেলঙ্গানার কোল্লুর এলাকার একটি বেসরকারি আবাসন চত্বরে।
পুলিশ জানিয়েছে, গত ১৯ জানুয়ারি সকালে অতুল সাহানি নামে এক সহকর্মীর সঙ্গে প্রাতরাশ সারছিলেন শ্যাম। অভিযোগ, খাওয়ার মাঝেই আচমকা অতুলের থালায় হাত ধুয়ে ফেলেন তিনি। এই সামান্য বিষয় নিয়েই দুই বন্ধুর মধ্যে শুরু হয় তীব্র কথা কাটাকাটি। বিবাদ চরমে পৌঁছালে মেজাজ হারিয়ে অতুলের মাথায় সজোরে আঘাত করেন শ্যাম।
গুরুতর চোট পেয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। মৃত্যু হয় তাঁর। মঙ্গলবার আবাসন চত্বরের একটি ঘর থেকে শ্যামের দেহটি উদ্ধার করে পুলিশ। ইতিমধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়েছে।
অন্য দিকে, বেঙ্গালুরুর আরআর নগরে এক মহিলার রহস্যমৃত্যুর জট খুলল পুলিশ। ঘর থেকে আশা নামে ওই গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল। পুলিশি তদন্ত ও ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে, ওটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত খুন।
পুলিশি জেরার মুখে আশার স্বামী বিরূপাক্ষ স্বীকার করেছেন যে, তিনি এবং তাঁর এক বন্ধু মিলে স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করেছেন। পরে বিষয়টিকে আত্মহত্যা বলে সাজাতে দেহটি সিলিং ফ্যান থেকে ঝুলিয়ে দেওয়া হয়। পুলিশ ঘাতক স্বামী ও তাঁর বন্ধুকে গ্রেফতার করেছে। ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
