আজকাল ওয়েবডেস্ক: থালায় শুধু ভাত, লঙ্কার গুঁড়ো, আর সামান্য তেল। খাবার দেখেই চক্ষু চড়কগাছ খুদে পড়ুয়াদের। খিদের পেটে তাই খেয়ে নিয়েছিল সকলে। যা খেতেই কেলেঙ্কারি। শুধু লঙ্কার গুঁড়ো মাখানো ভাত খেয়ে অসুস্থ একাধিক পড়ুয়া। মিড ডে মিলে এমন নিম্নমানের খাবার পরিবেশন করার অভিযোগ তুললেন অসুস্থ পড়ুয়াদের অভিভাবকরা। যা থেকে এখন রাজনৈতিক তরজাও তুঙ্গে।

ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানায়। অভিযোগ উঠেছে, তেলঙ্গানার এক স্কুলে মিড ডে মিলে ভাত আর লঙ্কার গুঁড়ো পরিবেশন করা হয়েছিল। সেই খাবার হাতে দাঁড়িয়ে রয়েছে কয়েকজন পড়ুয়া, এমন ছবি সমাজ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে। সেই ছবির সত্যতা যাচাই করে দেখেনি আজকাল ডট ইন। তবে এই খাবার খেয়ে পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়ে। পেট ব্যথা, বমির মতো উপসর্গ দেখা যায়। এরপরই স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন অভিভাবকরা।

২ আগস্ট কোঠাপল্লি গ্রামের একটি সরকারি স্কুলের মিড ডে মিলে এই ধরনের খাবার দেওয়ার অভিযোগে তেলেঙ্গানা সরকারকে তীব্র কটাক্ষ করেছে বিরোধী শিবির বিআরএস। শিক্ষা দপ্তরে অভিযোগ জানিয়েছেন অভিভাবকরা। শিক্ষা দপ্তরের আধিকারিকরা ইতিমধ্যেই ওই স্কুল পরিদর্শন করেছেন। মিড ডে মিলে খাবারের দায়িত্বে যারা ছিলেন, তাদের সঙ্গে কথা বলে তদন্ত চালাচ্ছেন।