আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি তেলেঙ্গানায় ভয়ানক এক ঘটনা ঘটেছে। এক যুবক তার বৃদ্ধা মা কে গায়ে আগুন ধরিয়ে হত্যা করার চেষ্টা করেছে। ওয়ারঙ্গল জেলার গঙ্গাদেবপল্লীতে এই ঘটনাটি ঘটে। সূত্রে জানা গিয়েছে বৃদ্ধার বয়স ৬০৷ ঘটনার পর অভিযুক্ত পলাতক।

সম্পত্তির বিরোধের কারণে এই ঘটনা বলে প্রাথমিক সূত্রে জানা গিয়েছে৷ অভিযুক্তের সঙ্গে গত তিনমাস ধরে তার মায়ের ঝামেলা চলছিল। ক্রমে এটি তীব্র আকার ধারণ করে৷ বৃদ্ধা বিনোদার ৫০ শতাংশ পুড়ে গিয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত মুতিনেনি সতীশ তার মাকে আগুন ধরিয়ে দেওয়ার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। 

ইতিমধ্যেই মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযুক্তকে খুঁজে বের করার জন্য অনুসন্ধান অভিযান শুরু করেছে। 

সম্পত্তি নিয়ে সতীশ, তার বোন এবং তাদের মায়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল বলে সূত্রে জানা গিয়েছে। বিরোধের কারণেই ঘুমের মধ্যে বৃদ্ধা মা কে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় সতীশ৷ অভিযুক্তকে গ্রেপ্তার করতে তল্লাশি জারি আছে।