আজকাল ওয়েবডেস্ক: স্নান করতে ঢুকে আর প্রাণে বাঁচল না কিশোরী। শ্বাসরোধ হয়ে মৃত্যু হল তার। কিশোরীর মৃত্যুর নেপথ্যে কী কারণ? তা ঘিরে এখনও ধোঁয়াশায় পরিবার। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আলিগড়ে। শুক্রবার কুলদীপ বিহার কলোনিতে স্নানঘরে ঢুকে মৃত্যু হয় ১৬ বছর বয়সি কিশোরীর। কিশোরীর মা পুলিশকে জানিয়েছে, সেসময় তিনি বাইরে বাজারে গিয়েছিলেন। বাড়িতে ছিল কিশোরীর ভাই। বাড়ি ফিরে দেখেন বাথরুমে একনাগাড়ে জল পড়ছে। অথচ কিশোরীর কোনও সাড়া, শব্দ পাওয়া যাচ্ছে না। একাধিকবার ডাকলেও কিশোরী কোনও সাড়া দেয়নি। 

দরজা খুলে ভিতরে ঢুকতেই দেখা যায়, কিশোরী অচৈতন্য অবস্থায় লুটিয়ে আছে। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। কিশোরীর মা জানিয়েছেন, গিজারে গ্যাস লিক হওয়ায়, স্নানঘরে শ্বাস নিতে অসুবিধা হয় তার। এর জেরে শ্বাসরোধ করে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। 

এর আগেও কিশোরী স্নানঘরে ঢুকে জ্ঞান হারিয়েছিল। দু'বছর আগে এভাবেই জ্ঞান হারিয়ে স্নানঘরে লুটিয়ে পড়েছিল সে। হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসার পর সুস্থ হয়েছিল। এরপর থেকে বাথরুমের দরজা বাইরে থেকে বন্ধ রাখা হত। গিজারের সমস্যার জেরেই কিশোরীর মৃত্যু হয়েছে বলে অনুমান পরিবারের।