আজকাল ওয়েবডেস্ক: এন চন্দ্রশেখরণ। টাটা সন্সের চেয়ারম্যান। প্রকাশ্যে এসেছে তাঁর বড় সিদ্ধান্তের কথা। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর, নটরাজন চন্দ্রশেখরণ সরে গেলেন টাটা কেমিক্যালস-এর চেয়ারম্যান ও ডিরেক্টরের পদ থেকে।
আগামিকাল, ২৯ মে থেকে তাঁর পদত্যাগ কার্যকর হয়ে যাবে। বুধবার সংস্থার বোর্ড অফ ডিরেক্টরসের বৈঠকে গৃহীত হয়েছে তাঁর পদত্যাগ। পদত্যাগের বিষয়ে বোর্ড অফ ডিরেক্টরস-কে চিঠি লিখেছিলেন চন্দ্রশেখরণ। কী লিখেছিলেন তাতে?
তাতে লিখেছেন, ‘টাটা কেমিক্যালসের ডিরেক্টর এবং বোর্ড অফ ডিরেক্টরসের চেয়ারম্যান পদ থেকে সরে যাওয়ার কথা যে সিদ্ধান্ত নিয়েছি, তা জানাতেই এই চিঠি।‘ সঙ্গেই লিখেছেন তাঁর বর্তমান ও ভবিষ্যতের কমিটমেন্টের কথা ভেবে আমি এই বোর্ড থেকে যাচ্ছেন। লিখেছেন, ‘টাটা কেমিক্যালসের বোর্ডকে নেতৃত্ব দেওয়া গর্বের বিষয়। আমার কার্যকালে যে সাহায্য এবং সমর্থন পেয়েছি তা প্রশংসনীয়।’
চন্দ্রশেখরণের উত্তরসূরি কে হবেন? বুধবারের বৈঠকে ঠিক হয়ে গিয়েছে তাও। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, নটরাজনের পর এস পদ্মনাভ হবেন টাটা কেমিক্যালসের পরবর্তী চেয়ারম্যান। ৩০ মে থেকে তিনি ওই দায়িত্ব গ্রহণ করবেন।
