আজকাল ওয়েবডেস্ক: বুধবার, ৯ অক্টোবর প্রয়াত হয়েছেন টাটা সন্স-এর চেয়ারম্যান এমেরিটাস রতন টাটা। রতন প্রয়াণে শোকাতুর দেশের নানা মহল। শিল্পজগতের মহীরুহ পতনে শোকের ছায়া। অনেকেই টাটার সঙ্গে নিজেদের ব্যক্তিগত মুহূর্তের কথা শেয়ার করেছেন। এবার নিজের ব্যক্তি-অভিজ্ঞতার কথা শেয়ার করলেন।


সোমবার, ৭ অক্টোবর তিনি হাসপাতালে ভর্তি হন। তিনি হাসপাতালে ভর্তি হওয়ার পরেই, তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়তে থাকে। সোমবারই রতন টাটার সমাজমাধ্যমে একটি বার্তা দিয়ে জানানো হয়, তিনি বয়সজনিত কারণের সমস্যার চিকিৎসা করাচ্ছেন। গুরুতর অসুস্থ হওয়ায় গুজব উড়িয়ে দিয়েছিলেন একপ্রকার। সঙ্গেই ভুয়ো খবর পরিবেশন থেকে তিনি সকলকে বিরত থাকতে অনুরোধ করেছিলেন। বুধবার প্রয়াত হন তিনি।

রতন টাটাকে নিয়ে এবার মুখ খুললেন টাটা গ্রুপের চেয়ারম্যান এন চন্দ্রেশখরণ। সমাজমাধ্যমে একটি পোস্ট শেয়ার করে তিনি লিখেছেন, অজানা নানা কথা। বলেছেন, যাঁরাই রতন টাটার সংস্পর্শে এসেছেন, তাঁরাই অনুভব করেছেন তাঁর মহানুভবতার কথা। 

নিজেদের ব্যক্তিগত সম্পর্ক নিয়েও লিখেছেন তিনি। লিখেছেন, তাঁদের সম্পর্ক দিনে দিনে গভীর হয়েছিল। প্রথমে সম্পর্ক শুধু ব্যবসায়িক ক্ষেত্রে আটকে থাকলেও,  অবশেষে আরও ব্যক্তিগত সংযোগ বিকশিত হয়। কী নিয়ে আলোচনা হত তাঁদের? বলছেন আলোচনা হত,  গাড়ি থেকে শুরু করে হোটেল সব বিষয়েই। এক বিষয়ে আলোচনা শুরু হয়ে সহজেই তা অন্য বিষয়ে চলে যেত বলেও উল্লেখ করেছেন তিনি। সংস্থার প্রতি ঠিক কতটা দায়িত্ববান ছিলেন, সেক্থাও উল্লেখ করেন তিনি। বোম্বে হাউস নিয়েও অজানা কথা শেয়ার করেছেন চন্দ্রশেখরণ।