আজকাল ওয়েবডেস্ক: বিশ্ববাজারে ধসের আবহে টাটা মোটরসের শেয়ারে নজিরবিহীন পতন। দিনে প্রায় ১০ শতাংশ পড়ে গিয়ে শেয়ারটি ৫৫২.৫০-এ পৌঁছেছে, যা ৫২-সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। এর ফলে কোম্পানির বাজার মূলধন কমে দাঁড়িয়েছে ২.০৩ লক্ষ কোটি টাকাতে, যেখানে শুক্রবার সেটা ছিল ২.২৫ লক্ষ কোটি টাকার বেশি। শুক্রবার শেয়ারটি ৬১৩.৮৫ দামে বন্ধ হয়েছিল।

এই ধাক্কায় বিশিষ্ট বিনিয়োগকারী রেখা ঝুনঝুনওয়ালার টাটা মোটরসে বিনিয়োগ থেকে মাত্র কয়েক সেকেন্ডেই ২৯৩.০৭ কোটি টাকার ক্ষতি হয়েছে। তাঁর মোট 'হোল্ডিং'-এর মূল্য সোমবার নেমে আসে ২,৬৩৯.৩০ কোটিতে, যেখানে শুক্রবার তা ছিল ২,৯৩২.৩৭ কোটি। ২০২৪ সালের ৩০ জুলাই টাটা মোটরসের ৫২-সপ্তাহের সর্বোচ্চ ১,১৭৯.০৫ ছিল, সেখান থেকে শেয়ারটি ৫৩ শতাংশ পড়ে গেছে। এই পতনের ফলে শুধুমাত্র টাটা মোটরস থেকেই প্রায় ৩,০০০ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন ঝুনঝুনওয়ালা।

এই বিশাল ধসের অন্যতম কারণ হল টাটা মোটরসের ইংল্যান্ডের শাখা জাগুয়ার ল্যান্ড রোভার (JLR)-এর একটি ঘোষণা যে তারা এপ্রিল মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে গাড়ি রপ্তানি বন্ধ রাখবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি সমস্ত গাড়ি ও গাড়ির যন্ত্রাংশ আমদানির উপর ২৫ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছেন। FY24 সালে, JLR তাদের মোট লাভের ২৩ শতাংশ এবং পাইকারি বিক্রির ২৬ শতাংশ যুক্তরাষ্ট্র থেকে পেয়েছিল।

বিশ্ববিখ্যাত ব্রোকারেজ সংস্থা মরগান স্ট্যানলি টাটা মোটরস নিয়ে ‘Equalweight’ রেটিং বজায় রেখে লক্ষ্যমূল্য ৮৫৩ ধার্য করেছে। তারা সতর্ক করেছে যে ট্রাম্পের শুল্কের ফলে JLR-এর ফ্রি ক্যাশ ফ্লো এবং সামগ্রিক মূল্যায়নে বড় প্রভাব পড়তে পারে।

CLSA টাটা মোটরসকে ‘Outperform’ রেটিংয়ে নামিয়ে এনে লক্ষ্যমূল্য ৯৩০ থেকে কমিয়ে ৭৬৫ করেছে। তারা FY26-এ JLR-এর বিক্রিতে ১৪ শতাংশ পতনের আশঙ্কা করেছে। EBITDA মার্জিন FY25-এর ৯ শতাংশ থেকে FY26 ও FY27-এ ৭ শতাংশে নেমে যেতে পারে বলেও জানিয়েছে CLSA।

অন্যদিকে, নোমুরা পূর্বাভাস দিয়েছে ট্রাম্পের শুল্কে JLR-এর গাড়ির গড় বিক্রয়মূল্যে ৩,৭০০ ডলার বা ৮ শতাংশ প্রভাব পড়তে পারে। 

বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতিতে টাটা মোটরসের সামনে চ্যালেঞ্জ আরও বাড়বে এবং বিনিয়োগকারীদের জন্য অনিশ্চয়তা চলতে থাকবে।