আজকাল ওয়েবডেস্ক: খোরপোশ দিতে নির্দেশ দিয়েছিল আদালত। সেই মত বিচ্ছিন্না স্ত্রীকে খোরপোশ দিতে কয়েকটি ব্য়াগভর্তি কয়েনে ২ লাখ টাকা এনে আদালতে হাজির করলেন ট্য়াক্সি চালক। দেখেই তাজ্জব সকলে। হতবাক বিচারক। গত ১৮ ডিসেম্বর কোয়েম্বাটোর শহরের অতিরিক্ত পারিবারিক আদালতে উদ্ভট এই ঘটনাটি ঘটেছে। ট্য়াক্সি চালকের ব্যাগে করে কয়েনে খোরপোষের অর্থ আনার ভিডিও ভাইরাল হয়েছে।
ভাইরাল ভিডিওতে দেকা যাচ্ছে যে, ৩৭ বছর বয়সীকে ট্যাক্সি চালক আদালত চত্বরের বাইরে গাড়ি থেকে দু'টি কয়েন ভর্তি সাদা ব্যাগ বার করছেন। তারপর সেগুলি নিয়ে সটান আদালত কক্ষে ঢুকে পড়েন। ১ টাকার কয়েনে ৮০ হাজার টাকা ও বাকি ১ লাখ ২০ হাজার টাকা এনেছিলেন ২ টাকার কয়েনে।
এত কয়েন দেখে বিচারক তা ফিরিয়ে নেওয়ার নির্দেশ দেন। বদলে নোটে ২ লাখ টাকা জমা করতে বলা হয়।
জানা গিয়েছে, ট্যাক্সি চালকের সঙ্গে বিবাহবিচ্ছেদ চেয়ে আদালতে মামলা করেছিলেন তাঁর স্ত্রী। এরপর আদালতের নির্দেশ ছিল, বিচ্ছিন্না স্ত্রীকে ২ লাখ টাকা খোরপোষ দিতে হবে। সেই টাকা দিতেই বিপুল সংখ্যার কয়েন এনে আদালতে হাজির করেছিলেন ওই ট্যাক্সি চালক।
