আজকাল ওয়েবডেস্ক: চলন্ত ট্রেনের মহিলা কামরায় একা যেতে গিয়েই বিপত্তি। ফাঁকা মহিলা কামরায় চার মাসের অন্তঃসত্ত্বাকে যৌন হেনস্থার অভিযোগ। এমনকী চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে নীচে ফেলে দেয় তাঁকে। দু'দিন পর অন্তঃসত্ত্বার শিশুটি মারা গিয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শুক্রবার ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুতে। পুলিশ জানিয়েছে, নির্যাতিতা কোয়েম্বাটুরে একটি কোম্পানিতে কাজ করতেন। সেদিন ট্রেনে করে চিতোরে ফিরছিলেন। তাঁর গন্তব্য আসার আগে মহিলা কামরা ফাঁকা হয়ে যায়। ওই কামরায় তিনি একাই ছিলেন। আচমকা এক অপরিচিত লোক উঠে আসে ওই কামরায়। 

নির্যাতিতা জ্ঞান ফিরতেই পুলিশকে জানিয়েছেন, তিনি বারবার ওই ব্যক্তিকে কামরা থেকে নেমে যেতে বলেছিলেন। ৩০ মিনিট চুপচাপ থাকার পর বাথরুমে ঢুকে যায় সে। তারপর বাথরুম থেকে নগ্ন হয়ে বেরিয়ে তাঁর সামনে এগিয়ে আসে। তরুণী বারবার তাকে অনুরোধ করে সরে যেতে। এরপর তরুণীর পোশাক খুলতে শুরু করে। 

তার পেটে লাথি মারে, হাত মুচড়ে ভেঙে দেয়। বাথরুমে লুকানোর চেষ্টা করতেই, তাঁকে টেনে হিঁচড়ে ট্রেনের দরজার সামনে নিয়ে যায়। সেখান থেকে তাঁকে ধাক্কা দিয়ে নীচে ফেলে দেয়। চলন্ত ট্রেন থেকে পরে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পুলিশ ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে। অভিযুক্তের খোঁজে তল্লাশিও চলছে।