আজকাল ওয়েবডেস্ক: কুকুর কামড়েছিল মাস তিনেক আগে। গুরুত্ব দেননি যুবক। শেষমেশ করুণ পরিণতি যুবকের। তিন মাস পর জলাতঙ্কে মৃত্যু হল এক নির্মাণকর্মীর। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর কন্যাকুমারী জেলায়। জলাতঙ্কে মারা গেলেন ৩১ বছর বয়সী এক যুবক। তাঁর নাম আয়াপ্পন। জানা গিয়েছে, কুকুর কামড়ানোর পর তিনি কোনও চিকিৎসাই করাতে চাননি।

পুলিশ ও হাসপাতাল সূত্র অনুযায়ী, প্রায় তিন মাস আগে যুবক কন্যাকুমারী। কাজ করার সময়ই তাঁকে একটি কুকুর কামড়ে দেয়। জানা গিয়েছে, কন্যাকুমারী জেলার কাভাল কিনারু এলাকায় এই ঘটনা ঘটে। কিন্তু আয়াপ্পন সেই ক্ষত এড়িয়ে যান। জলাতঙ্কের প্রতিষেধক টিকা তো দূর, তিনি কোনওরকম চিকিৎসা করাননি। কোনও ডাক্তারি পরামর্শ নেওয়ার দরকার আছে বলেও তিনি মনে করেননি।

কিন্তু কিছুদিন পর থেকেই তাঁর জলাতঙ্কের উপসর্গ দেখা দিতে শুরু করে। এরপর ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থায় অবনতি হয়৷ আয়াপ্পনকে হাসপাতালে ভর্তি করান পরিবারের লোকেরা৷ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, যখন আয়াপ্পনকে হাসপাতালে আনা হয়, তখন তাঁর শরীরে জলাতঙ্কের সব লক্ষণ স্পষ্ট ছিল।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তিনি ক্রমেই অস্থির হয়ে পড়ছিলেন। কোনও খাবার বা জল গিলতে প্রচণ্ড অসুবিধা বোধ করছিলেন। প্রথমে তাঁকে দু’টি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় শেষমেশ ভর্তি করা হয় আসারিপল্লমের সরকারি হাসপাতালে। কিন্তু চিকিৎসার সব চেষ্টা ব্যর্থ হয়। আসারিপল্লমের সরকারি মেডিক্যাল কলেজের ডিন ডাঃ লিও ডেভিড তাঁর মৃত্যুর কথা নিশ্চিত করেন। তাঁদের বক্তব্য, আয়াপ্পনকে বাঁচানোর সবরকম চেষ্টা করা হয়েছিল, কিন্তু বাঁচানো যায়নি তাঁকে। 

উল্লেখ্য, সুপ্রিম কোর্ট যখন জলাতঙ্কের লক্ষণযুক্ত কুকুরদের আলাদা রাখার নির্দেশ দিয়েছে এবং তামিলনাড়ু সরকারও রাজ্য জুড়ে রাস্তার কুকুরদের টিকাকরণ অভিযান শুরু করেছে, ঠিক সেই সময়েই এমন একটি ঘটনা ঘটল।