আজকাল ওয়েবডেস্ক: মুখভর্তি ক্ষত। চোখ থেকে ঝরছে রক্ত। গায়ে, মুখে শুধু আঁচড়ের দাগ। তিনবছরের শিশুর এমন চেহারা দেখে শিউরে উঠেছিল পরিবার। নিজেরই আত্মীয়ের যৌন লালসার শিকার শিশুকন্যা। তার মুখে ধর্ষণের বর্ণনা শুনে পুলিশেরও চোখ কপালে। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুতে। ময়িলাদুথুরাইয়ে অঙ্গনওয়াড়ি থেকে একাই ফিরছিল তিনবছরের শিশুকন্যা। তখন রাস্তায় তার সঙ্গে দেখা হয় তুতো দাদার। ১৬ বছর বয়সি কিশোর চকোলেটের লোভ দেখিয়ে অদূরে একটি জঙ্গলের ধারে তাকে নিয়ে যায়। সেখানে ধর্ষণ করে তাকে। 

দাদাকে বারবার বাধা দেওয়ার চেষ্টা করে। এমনকী যন্ত্রণায় ছটফট করতে করতে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করে। তখন চিৎকার করে কান্নাকাটি শুরু করে শিশুকন্যা। তার কান্না থামাতে ভারী পাথর দিয়ে শিশুকন্যার মুখে, মাথায় আঘাত করে কিশোর। নির্যাতিতা জ্ঞান হারাতেই পালিয়ে যায় সে। 

পরিবারের সদস্যরা শিশুটিকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে আইসিইউতে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন সে। পুলিশ তার বয়ান রেকর্ড করেছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে ১৬ বছরের কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।