আজকাল ওয়েবডেস্ক: চেন্নাইয়ের আন্না বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে ছাত্রীকে জোর করে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টার ঘটনায় বিচার চেয়ে প্রতিবাদে নামলেন তামিলনাড়ুর বিজেপি সভাপতি কে আন্নামালাই। বিচারের দাবিতে নিজেকেই চাবুক মারলেন আন্নামালাই। তাঁর এই কীর্তির ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।

বৃহস্পতিবার আন্নামালাই এক সাংবাদিক বৈঠকে জানান, শুক্রবার কোয়েম্বটুরের বাসভবনে সকাল ১০টায় নিজেকে ছয় বার চাবুকের বাড়ি মারবেন। তাঁর এই পদক্ষেপের উদ্দেশ্য, আন্না বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া ঘৃণ্য ঘটনায় জনগণের দৃষ্টি আকর্ষণ করা। এর পাশাপাশি, পুলিশি নিষ্ক্রয়তার অভিযোগও তুলেছেন আন্নামালাই। তাঁর অভিযোগ, এই ধর্ষণকাণ্ডের তদন্তে রাজ্য সরকারের উদাসীনতা প্রকাশ পেয়েছে। তিনি আরও জানিয়েছেন, তামিলনাড়ু থেকে ডিএমকে সরকারকে উৎখাত না করা পর্যন্ত খালি পায়ে চলাফেরা করবেন। জুতো পরবেন না।

?ref_src=twsrc%5Etfw">December 27, 2024

চেন্নাইয়ের আন্না বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে ছাত্রীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় তদন্ত নেমে বুধবার এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম জ্ঞানসেকরন। ৩৭ বছর বয়সি ওই যুবক বিশ্ববিদ্যালয়ের পাশেই একটি খাবারের দোকান চালান। পুলিশ জানিয়েছে, এর আগেও এক বার ক্যাম্পাসের এক ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে আটক করা হয়েছিল ওই যুবককে। তাঁর নামে এর আগেও বেশ কয়েকটি অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এই ঘটনার পরেই নড়েচড়ে বসেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ক্যাম্পাসের নিরাপত্তা বৃদ্ধি করতে আরও সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে। ঘটনার পরেই তামিলনাড়ুতে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শাসকদলকে সরাসরি দুষতে শুরু করেছেন বিরোধীরা।