আজকাল ওয়েবডেস্ক: পোর্শে কাণ্ডের রেশ মেটেনি এখনও, নিত্যদিন তদন্তে উঠে আসছে বিস্ময়কর তথ্য, তারমাঝেই ফের ভোররাতে কিশোরের গাড়ি প্রাণ নীল যুবকের।
কিশোরের বয়স মাত্র ১৭, এসইউভির স্টিয়ারিং তার হাতেই। আর তাতেই ঘটল বিপত্তি। স্থানীয়রা জানিয়েছেন, ওই কিশোরের গাড়ি গিয়ে ধাক্কা দেয় একটি দু' চাকায়। আরোহীর প্রাণ গিয়েছে ঘটনায়।
ঘটনাস্থল মুম্বই। বৃহস্পতিবার এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে সর্বভারতীয় এক সংবাদ সংস্থা সূত্রে। পুলিশ জানাচ্ছে ভোর ৪টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে।
ঠিক কী ঘটেছিল? জানা গিয়েছে, বছর ২৪ এর এক যুবক, নাম নবীন বৈষ্ণব, দুগ্ধ সরবরাহ করাই পেশা তাঁর। দিনের একেবারে প্রথম ভাগেই কাজে বেরিয়েছিলেন তিনি। তখনই গাড়িটি ধাক্কা মারে তাঁকে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তাঁর।
জানা গিয়েছে নবীনকে ধাক্কা মারার পর, গাড়িটি ইলেকট্রিক পোলে ধাক্কা মারে। তারপর সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টাও করে ওই নাবালক, যদিও পুলিশ তৎক্ষণাৎ ধরে ফেলে তাকে। রক্তের নমুনা পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। দেখা হবে সে মদ্যপ অবস্থায় ছিল কি না। দুর্ঘটনার আগে সে কোথায় ছিল, বন্ধুদের সঙ্গে পার্টি করেছিল কি না, খতিয়ে দেখছে পুলিশ।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ওই এসইউভির মালিক ইকবাল জিভানি এবং তাঁর পুত্র মহম্মদ ফাজ ইকবাল জিভানি।
