আজকাল ওয়েবডেস্ক: লক্ষ্য ছিল ইউপিএসসি। তার জন্য ছেড়ে দিলেন ১৮ লক্ষের চাকরি। এক চেষ্টাতেই হয়ে উঠলেন মহিলা আইপিএস অফিসার। কে তিনি? কী তাঁর পরিচয়? সেই সাফল্যের কাহিনি শুনলে চোখ কপালে উঠবে আপনারও।
তাঁর নাম অপর্ণা কৌশিক। কঠোর পরিশ্রমের যে কোনও বিকল্প নেই তার জলজ্যান্ত প্রমাণ দিলেন তিনি। প্রথমে শুরু করেছিলেন মোটা টাকা বেতনের চাকরি। কিন্তু তাঁর ইচ্ছা ছিল জনসাধারণের জন্য কিছু করবেন। সেই থেকেই সরকারি এই পেশায় আসা।
২০১৫ ব্যাচের আইপিএস অফিসার অপর্ণা কৌশিক। বর্তমানে উত্তরপ্রদেশের আমেঠি জেলায় এসপি -এর দায়িত্ব সামলাচ্ছেন তিনি। জন্মের আগেই বাবাকে হারিয়েছেন। মা কষ্ট করে মানুষ করেছেন। অপর্ণা প্রাথমিক শিক্ষা শুরু করেন রামপুরে। সেখান থেকেই ২০০৬ সালে দশম শ্রেণিতে উত্তীর্ণ হন। সেই পরীক্ষায় তিনি প্রথম স্থান অধিকার করেন। এরপর জয়পুরের সেন্ট জেসুস স্কুল থেকে দ্বাদশ শ্রেণি পাশ করেন তিনি। ২০০৮ সালে এনআইটি প্রয়াগরাজে ভর্তি হন। ২০১২ সালে বিটেক পাশ করেন। এরপরই গুরুগ্রামে এক সংস্থায় মোটা অঙ্কের বেতন নিয়ে চাকরি শুরু করেন তিনি।
২০১৮ সালে অপর্ণা উত্তরাখণ্ডের স্হানীয় সংস্কৃতি অনুযায়ী সেখানকার এক ছেলেকে বিয়ে করেন তিনি। খুব সাদামাটাভাবে সেরেছিলেন জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়। একইসঙ্গে বিয়েতে সঞ্চিত অর্থ বিভিন্ন নারীকেন্দ্রিক দলে দান করেছিলেন তিনি। তাঁদের আর্থিক সহায়তাও করেছিলেন। বরাবরই গরিব দুঃখীদের জন্য মন কেঁদেছে তাঁর। সেই থেকেই সুখের কর্পোরেট চাকরি ছেড়ে দিয়ে সোশ্যাল সার্ভিসকে নিজের জীবনের অঙ্গ করে নেন তিনি। জীবনের কঠিন সময়ে কী করে নিজেকে শান্ত রাখতে হয়, পাশাপাশি কী করে জীবনের সর্বোচ্চ স্তরে পৌঁছতে হয় তা জানা যায় অপর্ণা কৌশিকের জীবন কাহিনির মাধ্যমে।
