আজকাল ওয়েবডেস্ক: কথা ছিল স্কুলে যাওযার। অন্যান্য দিনের মতো স্কুলে যাওযার জন্য বেরিয়েছিল। কিন্তু তারপরই বদলে যায় সমগ্র ঘটনা। স্কুলের ক্লাস ফাঁকি দিয়ে পাঁচ বন্ধু হাজির হয় নদীর ধারে। স্নানও করতে নামে নদীর জলে। তারপরেই মর্মান্তিক ঘটনা।
ঘটনাস্থল মধ্যপ্রদেশ। কিশোরের নাম হরষিত তিওয়ারি। বয়স ১৪। স্থানীয় এক বেসরকারি স্কুলে নবম শ্রেণির পড়ুয়া। আরও পাঁচ বন্ধুর সঙ্গে স্কুলের ক্লাসে ফাঁকি দিয়ে গিয়েছিল নদীর ধারে।
বুধবার বিকেলে এই ঘটনা ঘটে মাধব নগর পুলিশ স্টেশনের কাটাই ঘাটে। হরষিতের বন্ধুরা জানিয়েছে, নদীতে নামার পরেই গভীর জলে তলিয়ে যায় সে। স্থানীয়রা ঘটনার সঙ্গে সঙ্গেই খবর দেয় পুলিশ।
সঙ্গেই শুরু হয় উদ্ধারের চেষ্টা। কিশোরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। তবে সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
