আজকাল ওয়েবডেস্ক: একটি বড় সুটকেস নিয়ে বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ঢুকছিলেন ছাত্ররা। যা দেখে সন্দেহ হয়েছিল হস্টেলের নিরাপত্তারক্ষীদের। রক্ষীরা সেটি পরীক্ষা করতে গেলে প্রথমে বাধা দেন ছাত্ররা। কিন্তু রক্ষীরা সেটা জোর করে তা খুলে দেখেন। এরপরই চক্ষু চড়ক তাঁদের। দেখেন ওই সুটকেসের মধ্যে গুটিসুটি মেরে বসে রয়েছেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে হরিয়ানার সোনিপতের ওপি জিন্দাল বিশ্ববিদ্যালয়ে।

কেন হঠাই সুটকেসে ওই মহিলা? ছেলেদের হস্টেলে মহিলাদের প্রবেশ নিষেধ। তাই এক ছাত্র ওই মহিলাকে হস্টেলে নিয়ে যেতে অভিনব এই উপায় বের করেন। কিন্তু শেষরক্ষা হল না। রক্ষীদের কাছে হাতেনাতে ধরা পড়ে গেল সবটাই। এই ঘটনার ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে। 

ওই সুটকেসে মহিলা রয়েছে তা কীভাবে বুঝলেন হস্টেল কর্তৃপক্ষ ও রক্ষীরা? তা এখনও স্পষ্ট হয়নি। 

 

?ref_src=twsrc%5Etfw">April 12, 2025

সোশাল মিডিয়া ব্যবহারকারীদের দাবি, সুটকেসে বন্দি মহিলা হস্টেলেরই এর ছাত্রের বান্ধবী। তাই তাঁকে হস্টেলে প্রবেশ করাতেই এই অভিনব উপায় বেছে নেওয়া হয়েছিল। 

কিন্তু, ওপি জিন্দাল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ আধিকারিক (পিআরও) বিষয়টি লঘু করে দেন। বলেন যে, "আমাদের ছাত্ররা দুষ্টুমি করছিল। আমাদের নিরাপত্তা ব্যবস্থা কঠোর থাকায় ছাত্রদের বদমাইশি ধরা পড়ে গিয়েছে। এটা কোনও বড় বিষয় নয়। আমাদের নিরাপত্তা সর্বদা কঠোর, এবং কেউ এই বিষয়ে কোনও ধরনের অভিযোগ দায়ের করেনি।"

এই ক্ষেত্রে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কিনা তাও নিশ্চিত করেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।