আজকাল ওয়েবডেস্ক: বিয়ের মরশুমে বর-কনের নানা আদুরে মুহূর্তে প্রায়শই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। কখনও আত্মীয়দের সামনেই চুম্বন, কখনও বা আবেগপ্রবণ হয়ে কান্নাকাটি। ভালবাসার বন্ধনে আবদ্ধ হয়েই নবদম্পতিদের রোমান্টিক মুহূর্ত দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন নেটিজেনরা।
সম্প্রতি বিয়ের আসরে বর-কনের আদুরে মুহূর্ত ভেস্তে দিলেন এক পু্রোহিত। মে মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। বিয়ের মণ্ডপে একে অপরকে আলিঙ্গনে বাঁধতে চেয়েছিলেন বর-কনে। ঠিক আলিঙ্গন করার মুহূর্তেই দু'জনকে ঠেলে সরিয়ে দেন পুরোহিত। যে ভিডিও দেখে নেটিজেনদের বক্তব্য, 'একেবারে কাবাব মে হাড্ডি'!
ভিডিওটি ওই কনে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।বিয়ের চোখধাঁধানো সাজে বরের দিকে হেঁটে এগিয়ে আসছিলেন তিনি। পাত্রীকে দেখেই মুগ্ধ হয়ে যান যুবক। হাঁটু মুড়ে বসেও পড়েন। হাতে ছিল ফুলের তোড়া। সামাজিক রীতির তোয়াক্কা না করে, মুহূর্তটি বিশেষ বানাতে চেয়েছিলেন তিনি। ফুলের তোড়া দিয়েই জড়িয়ে ধরতে চেয়েছিলেন কনেকে।
যদিও সেই মুহূর্তে পাত্রীকে জড়িয়ে, গালে চুমু খান পাত্র। ঠিক সেই সময়েই পাত্র ও পাত্রীকে আলাদা করে দেন পুরোহিত। দু'জনকে আলাদা করে ফটোগ্রাফারদের ছবি তুলতেও নিষেধ করেন। যে ভিডিওটি দেখে রীতিমতো হতাশ হয়েছেন নেটিজেনরাও।
প্রসঙ্গত, গত বছর জুন মাসেই আরেকটি ঘটনা ঘিরে শোরগোল শুরু হয়েছিল। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছিল উত্তরপ্রদেশের গাজিপুরে। পুলিশ জানিয়েছে, জগদীশপুর গ্রামে বিয়ের আসরটি বসেছিল। বৃহস্পতিবার ত্রিলোকপুর গ্রাম থেকে এসেছিলেন বরযাত্রীরা। ডিজে গান চালিয়ে নাচতে নাচতে বিয়ের আসরে পৌঁছন তাঁরা। এরপর পাত্রকে বরণ করে বিয়ের মণ্ডপেও নিয়ে আসেন কনের আত্মীয়রা। ঠিক মালাবদলের আগেই ঘটে বিপত্তি।
হঠাৎ ডিজের গানের সঙ্গে নাচ করতে গিয়ে কনের কয়েকজন আত্মীয়ের সঙ্গে বরপক্ষের ঝামেলা শুরু হয়। অশান্তি দেখেই শান্ত করার চেষ্টা করেন পাত্রের বাবা। সেই সময় কয়েকজন মদ্যপ যুবক তাঁর উপর হামলা করেন। লাঠি দিয়ে একজন প্রৌঢ়কে মারধর করেন। মালাবদল ছেড়ে বিয়ের মণ্ডপ থেকে সোজা বাবাকে বাঁচাতে ছুটে যান পাত্র। অভিযোগ, সেই সময় পাত্রের উপরেই হামলা করেন ওই মদ্যপ যুবক।
পাত্রকে মারধর করার সময় বন্দুক দিয়ে মাথায় একাধিকবার আঘাত করা হয়। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। তড়িঘড়ি করে তাঁকে গাজিপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চলাকালীন তাঁর অবস্থার আরও অবনতি হয়। শুক্রবার রাতে হাসপাতালেই প্রাণ হারান ওই যুবক।
পুলিশ জানিয়েছে, একাধিক ভিডিওতে দেখা গেছে ওই মদ্যপ যুবক বন্দুক নিয়ে বিয়ের আসরে নাচ করছিলেন। তার প্রতিবাদ করেছিলেন কয়েকজন। সম্ভবত সেই বন্দুক দিয়ে পাত্রের উপর হামলা করেন। ইতিমধ্যেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
