আজকাল ওয়েবডেস্ক: রাস্তায় পা রাখা মাত্র ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হলেন পথচারীরা। ভরা রাস্তায় ষাঁড়ের ব্যাপক তাণ্ডব। কখনও গুঁতিয়ে, কখনও বা পিষে দিল পরপর পথচলতি লোকেদের। ব্যস্ত রাস্তায় ষাঁড়ের তাণ্ডবের জেরে আহত হলেন কমপক্ষে ১৫ জন মানুষ। গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ভয়াবহ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের জালালাবাদ শহরে। ওই শহরের একটি বাজারের মধ্যে একটি ষাঁড় আচমকা পথচারীদের আক্রমণ করতে শুরু করে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ষাঁড়ের তাণ্ডবের ভিডিওটি ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, ষাঁড়টি রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকা এক যুবকের পিছনে হঠাৎ গুঁতিয়ে দেয়। ষাঁড়ের গুঁতোয় রাস্তার একপাশে ছিটকে পড়েন তিনি। যখনই উঠে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, সেই সময় আবারও সিং দিয়ে গুঁতিয়ে যুবককে অন্য পাশে ফেলে দেয়। ষাঁড়ের আক্রমণে গুরুতর আহত হন যুবক।
ভিডিওতে দেখা গিয়েছে, ষাঁড়ের হামলায় যুবকের এক চোখের পাশ থেকে রক্ত বের হয়ে যায়। রাস্তাতেও পড়েছিল রক্ত। গুরুতর আহত অবস্থায় ষাঁড়টিকে উদ্ধার করা হয়। ইতিমধ্যেই ওই রাস্তায় আরও একাধিক পথচলতি মানুষকে গুঁতিয়ে দেয় ষাঁড়টি। ঘণ্টাখানেক ধরে কখনও কাউকে গুঁতিয়ে, কখনও বা পিষে দিয়ে আক্রমণ করে ষাঁড়টি। এই ঘটনার জেরে ছোটাছুটি শুরু করেন সাধারণ মানুষ। আহত হন মোট ১৫ জন।
হুলস্থুল কাণ্ডের পর পুরসভার তরফে ষাঁড়টিকে আটক করতে ছুটে আসেন কর্মীরা। পুরসভার সেই গাড়ি উল্টে আবারও তাণ্ডব চালায় সেটি। তিন ঘণ্টা পর ষাঁড়টিকে উদ্ধার করা হয়।
