আজকাল ওয়েবডেস্ক: গণেশ উৎসবকে কেন্দ্র করে ব্যাপক অশান্তি নরেন্দ্র মোদি ও অমিত শাহের রাজ্যে। মধ্যরাতে একটি গণেশ পুজোর মণ্ডপে তাণ্ডব চালায় একদল দুষ্কৃতী। পুজো মণ্ডপ তছনছ করার ঘটনায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে পাঁচজন নাবালক রয়েছে। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সোমবার ঘটনাটি ঘটেছে সুরাটে। সৈয়দপুরা থানা এলাকার ওয়ারিয়াওয়ালি লাল গেট এলাকায় রাত আড়াইটে নাগাদ গণেশ পুজোর মণ্ডপ লক্ষ্য করে একদল শিশু পাথর ছোড়ে। তার জেরেই দুই দলের মধ্যে ব্যাপক অশান্তি শুরু হয়। দুইপক্ষের অশান্তির মধ্যে মণ্ডপ চত্বরে ব্যাপক হট্টগোল শুরু হয়। এর মধ্যে একদল মণ্ডপ তছনছ করতে উদ্যোগ নেয়। অটোতে করে পাথর এনে মণ্ডপ ভাঙচুর শুরু করে। ততক্ষণে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। 

 

পুলিশ সূত্রে খবর, সোমবার ভোর সাড়ে ছ'টার মধ্যে ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মধ্যে পাঁচজন নাবালক রয়েছে। ঘটনাস্থলে এখনও এক হাজার পুলিশ মোতায়েন রয়েছে। অশান্তি রুখতে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাস ছোড়ার অভিযোগ উঠেছে। তবে পুলিশের দাবি, বর্তমানে ওই এলাকায় পুলিশ বাহিনী থাকায় অশান্তি নিয়ন্ত্রণে। কী কারণে দুইপক্ষের মধ্যে অশান্তি শুরু হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।