আজকাল ওয়েবডেস্ক: বাণিজ্য যুদ্ধের মাঝেই ব্যাপক ধস নেমেছিল শেয়ার বাজারে। যদিও তার পরবর্তী কয়েকদিনে পরিস্থিতি স্বাভাবিক হয়েছিল ধীরে ধীরে। তবে মঙ্গলবার, দালালস্ট্রিটের মঙ্গল। সেনসেক্সের সূচক বাড়ল তরতরিয়ে। বাজার খুলতেই প্রায় সব সূচক সবুজ হতে শুরু করে। বাংলা নতুন বছরের সূচনায় শেয়ার বাজারে ব্যাপক গতি। স্বাভাবিকভাবেই মুখে চওড়া হাসি বিনিয়োগকারীদের।

মঙ্গলবার, বাজার খোলার সময় বিএসই সেনসেক্স ১,৩৪৪.৭৩ পয়েন্ট অর্থাৎ ১.৭৯ শতাংশ বেড়ে ৭৬,৫০১.৯৯-তে পোঁছয় এবং নিফটি৫০-এর সূচকও সেন্সেক্সের মতোই গতিতে এগিয়েছে। ৩৯৬.১০ পয়েন্ট বা ১.৭৪ শতাংশ বেড়ে ২৩,২২৪.৬৫-তে পৌঁছেছে। 


সকাল ৯:৫৬ মিনিটে, বিএসই সেনসেক্স ১,৬১০ পয়েন্ট অর্থাৎ ২.১৪ শতাংশ বেড়ে ৭৬,৭৬৭-তে পৌঁছেছে। সেখানে বেলা বাড়তেই নিফটি৫০-এর সূচক ৪৯৩ পয়েন্ট, শতাংশের হিসেবে ২.১৬ শতাংশ বেড়ে ২৩,৩২১তে পৌঁছেছে।

মঙ্গলবারের শেয়ার বাজারের তথ্য, লাভের মুখ দেখছে বিভিন্ন অটোমোবাইল সংস্থাগুলি। টাটা মোটরস, সম্বর্ধনা মাদারসন এবং সোনা বিএলডব্লিউ প্রিসিশন ফোরজিংসের শেয়ারের দাম ৮% পর্যন্ত বেড়েছে।

 

এর আগে, ৭ এপ্রিল, সোমবার বিশ্ববাজারে ট্রেড ওয়ার বা বাণিজ্যযুদ্ধের আশঙ্কা চরমে পৌঁছনোর প্রেক্ষিতে সোমবার ভারতীয় শেয়ারবাজারে দেখা যায় ভয়াবহ ধস। সপ্তাহের প্রথম কার্যদিবসেই সেনসেক্স প্রায় ৪,০০০ পয়েন্ট এবং নিফটি ৫০ সূচক ২১,৭৫০-এর নিচে নেমে যায়। বম্বে স্টক এক্সচেঞ্জ মিডক্যাপ ও স্মলক্যাপ সূচকগুলোতে ১০ শতাংশ পর্যন্ত পতন দেখা দেয়। বাজারে ব্যাপক উদ্বেগের প্রতিফলন ঘটে ভারতীয় ভোলাটিলিটি ইনডেক্স বা ইন্ডিয়া ভিক্স-এ, যা ৫২ শতাংশ লাফিয়ে প্রায় ২১-এ পৌঁছে যায়। মাত্র কয়েক মিনিটের মধ্যে বিএসই-তালিকাভুক্ত সংস্থাগুলোর মোট বাজারমূল্য প্রায় ১৯ লক্ষ কোটি টাকা কর্পূরের মতো উবে যায়। আগের দিনের ৪০৩ লক্ষ কোটি থেকে নেমে আসে ৩৮৪ লক্ষ কোটিতে। তবে মঙ্গলবার থেকেই ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছিল পরিস্থিতি। বাণিজ্য যিদ্ধের আবহে বড় সিদ্ধান্ত ঘোষণা করে আরবিআইও।