আজকাল ওয়েবডেস্ক: যাচ্ছিলেন ট্রেনে। এক জায়গা থেকে আর এক জায়গায়। কিন্তু তার মাঝেই নাকি চেষ্টা চলল রেলের সম্পত্তি চুরির। পুরুষত্তোম এক্সপ্রেসের যাত্রীদের বিরুদ্ধেই উঠেছে এই ভয়াবহ অভিযোগ। ঘটনা কী? সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, ওই ট্রেনের কয়েকজন যাত্রী এসি কামরা থেকে বিছানার চাদর চুরি করতে উদ্যত হয়েছিলেন। ইতিমধ্যে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন।
সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, পুরুষত্তোম এক্সপ্রেসের প্রথম শ্রেণির এসি কোচ থেকে বিছানার চাদর চুরি করার চেষ্টা করা একটি পরিবারের ভিডিও ব্যাপকভাবে আলোড়ন তুলেছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হওয়া ভিডিওতে রেলওয়ের সম্পত্তির অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং যাত্রীদের আরামের জন্য ব্যবহৃত জিনিসপত্র চুপি চুপি ব্যাগে ভরে বাড়ি নিয়ে চলে যাওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছে। এই প্রসঙ্গে উল্লেখ্য, ওই ট্রেনটি ওড়িশার পুরী থেকে নয়াদিল্লি যায়। চলার পথে পড়ে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার এবং উত্তর প্রদেশ।
Traveling in 1st AC of Purushottam express is a matter of pride itself.
— ଦେବବ୍ରତ Sahoo ???????? (@bapisahoo)
But still people are there who don't hesitate to steal and take home those bedsheets supplied for additional comfort during travel. pic.twitter.com/0LgbXPQ2UjTweet by @bapisahoo
ভাইরাল হওয়া ওই ফুটেজে দেখা গিয়েছে, একজন মহিলা-সহ তিনজনের একটি পরিবারকে ট্র্যাভেলিং টিকিট পরীক্ষক (টিটিই) এবং রেল কর্মীরা ঘিরে রেখেছেন। অভিযোগ ব্যাগের মধ্যে রয়েছে রেলের বিছানার চাদর। বেশ কিছুক্ষণ কথাকাটাকাটির পরেও যখন রেলের চাদর ব্যাগে নিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করছিলেন না মহিলা, তখন টিকিট পরীক্ষক ফাইনের কথা বলেন। তারপরেই ওই মহিলাকে ব্যাগ থেকে অনিচ্ছা সত্বেও বিছানার চাদর বের করতে দেখা যায়। জানা গিয়েছে চারটি বিছানার চাদর নিয়ে চলে যাচ্ছিলেন তাঁরা। যদিও ওই মহিলার সন্তানেরা বারবার বলেন, তাঁদের মা হয়তো ভুল করেই বিছানার চাদর ব্যাগে ভরে ফেলেছেন।
আরও পড়ুন: কপালে তিলক, হাতে বাঁধতে হবে রক্ষাসূত্র! 'গরবা ইভেন্ট'-এর জন্য বিশ্ব হিন্দু পরিষদের নিয়মে তোলপাড়...
শীঘ্রই, সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ছড়িয়ে পড়তেই ব্যবহারকারীরা ঘটনাটি সম্পর্কে তাঁদের মতামত শেয়ার করেছেন কমেন্ট সেকশনে। কেউ লিখেছেন, 'ফার্স্ট এসি-তে ভ্রমণ করা একটি বিশেষ সুযোগ, কিন্তু বিছানার চাদর চুরি করা সম্মান এবং সততার অভাব প্রকাশ করে। আসুন জনসাধারণের সম্পদের মূল্য দেই এবং শালীনতা বজায় রাখি।'
অন্য একজন লিখেছেন, 'তাঁদের এই অপরাধমূলক কাজের জন্য জরিমানা করা উচিত। যতক্ষণ না তাঁদের শাস্তি দেওয়া হয়, এই আচরণ দূর হবে না। এই ধরণের লোকেরা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে আমাদের লজ্জায় ফেলে।' অনেকেই লিখেছেন, এই আচরণের কারণে বিদেশে মাটিতেও বারেবারে মুখ পোড়ে এই দেশের মানুষের।
