আজকাল ওয়েবডেস্ক: এ কেমন ছেলে? জীবনে প্রতিষ্ঠা পেয়েই ভুলে গেল মা-বাবার ঋণ! এখন অনাদরে, অবহেলায় পথে প্রান্তরে পড়ে রয়েছেন বাবা। জীর্ণ শরীর, পরনে মলিন পোশাক। মা-বাবা কোথায়, কী করছেন তা নিয়ে কোনও মাথাব্য়থা নেই দুই ছেলের। শেষে বৃদ্ধের ওই অবস্থা দেখে একটি স্বেচ্ছাসেবী সংঘটন সহায়তার হাত বাড়িয়েছে। অদৃষ্ঠকে দুষছেন বৃদ্ধ। আর সমাজ, বৃদ্ধের দুই ছেলেকে 'কুলাঙ্গার' বলে দেগে দিয়েছে।  ফুঁসছেন নেটিজেনরা।

ঘটনা মুম্বইয়ের। সম্প্রতি, ধারাভির কাছে রাস্তায় একজন অসহায় বৃদ্ধ ব্যক্তিকে দেখা গিয়েছে। আপাতদৃষ্টিতে ভরণ-পোষণহীন অবস্থায় পড়ে ছিলেন তিনি। যা দেখেই তাঁকে উদ্ধারে ছুটে আসে এক স্বেচ্ছাসেবী সংস্থা। বৃদ্ধের কেন এই পরিণতি? উত্তরে অপোক্ত শরীরে বৃদ্ধ যা জানিয়েছেন তাতে যেকোনও শুভবুদ্ধিসম্পন্ন মানুষের রাগ হতে বাধ্য। 

বৃদ্ধের কথায়, তাঁর দুই ছেলে রয়েছে। একজন গত চার বছর ধরে থাকেন লন্ডনে। আরেকজন আইনজীবী, থাকেন শহরেই। কিন্তু, দুই চেলেই বৃদ্ধ বাবার ভরণ-পোষণের দায় নেয়নি। ফলে, তাঁর ঠাঁই হয়েছে রাস্তার ধারে ফুটপাতে। ছেলেরা তাঁর কোনও খোঁজখবর নেয় না।

শেষে বৃদ্ধকে দেখে তাঁর প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেয় একটি স্বেচ্ছাসেবী সংস্থা।শুরুতেই তাঁকে স্নান করিয়ে নতুন পোশাক এবং থাকার ব্যবস্থা করে দিয়েছে সংগঠনটি। বৃদ্ধও স্বেচ্ছাসেবী সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 

বৃদ্ধের ছেলেদের 'কুলাঙ্গার' বলে তোপ দেগেছে সমাজ। নেটপাড়ায় অনেকেই মন্তব্য করেন যে, যাঁরা তাঁদের বাবার সঙ্গে এই ধরনের আচরণ করেন তাদেরও পরবর্তী জীবনে নিজের সন্তানদের হাতে একই পরিণতির শিকার হতে হবে। 

দেখুন সেই ভিডিও-

 

 

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by TARUN MISHRA (@tarun.mishra17)