আজকাল ওয়েবডেস্ক:‌ হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী। ঠান্ডা ও দিল্লির দূষণে কাবু হয়ে পড়েছেন কংগ্রেস নেত্রী। দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে চিকিৎসাধীন তিনি। হাসপাতাল সূত্রে জানা গেছে, বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কংগ্রেস নেত্রী। তবে তিনি স্থিতিশীল আছেন বলেই হাসপাতাল সূত্রে খবর।


হাসপাতালের একটি সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, সর্দি–কাশির সমস্যায় ভুগছেন বর্ষীয়ান এই নেত্রী। দিল্লির বায়ুদূষণ তাঁর এই সংক্রান্ত সমস্যা আরও বাড়িয়েছে। ওই সূত্রের দাবি, প্রায়ই রুটিন চেক আপের জন্য হাসপাতালে যান সোনিয়া। সোমবার সন্ধেয় সেই কারণেই হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। হাসপাতাল সূত্রে খবর, আপাতত বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। তিনি সুস্থ রয়েছেন।


হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে চেস্ট স্পেশালিষ্টের নজরদারিতে রয়েছেন তিনি। জানা গিয়েছে, কাশির সমস্যা বেড়ে গিয়েছিল সোনিয়ার। তাই হাসপাতালে ভর্তি হন। দিল্লিতে প্রবল দূষণের জেরে নানান শারীরিক সমস্যা দেখা দিয়েছে তাঁর। তবে তাঁকে নিয়ে উদ্বেগের কারণ নেই বলেই হাসপাতাল সূত্রে খবর। 


এটা ঘটনা ৭৯ বছরের সোনিয়া দীর্ঘদিন ধরেই অসুস্থ। বিভিন্ন শারীরিক সমস্যায় জর্জরিত তিনি। এর আগে দু’‌বার কোভিডেও আক্রান্ত হয়েছেন। কোভিড থেকে সেরে উঠলেও নানা শারীরিক জটিলতা রয়েছে প্রাক্তন কংগ্রেস সভানেত্রীর। গত বছর সিমলায় বেড়াতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী। সেবার তড়িঘড়ি শিমলার ইন্দিরা গান্ধী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। 


প্রসঙ্গত, ২০২৫ সালের ডিসেম্বরেই ৭৯ বছরে পড়েছেন সোনিয়া। গত কয়েক বছর ধরেই তিনি অসুস্থ। আর সেকারণেই দলের সংগঠনের বিষয়ে আর সেভাবে মাথা ঘামান না তিনি। এটা ঘটনা, ২০১১ সালের আগস্টে ক্যান্সারের চিকিৎসায় সোনিয়ার অস্ত্রোপচার হয়েছিল। সেই সমস্যা এখন আর দেখা না দিলেও অন্যান্য শারীরিক সমস্যায় কাবু তিনি।