আজকাল ওয়েবডেস্ক: আইআইটি মাদ্রাজ ক্যাম্পাসে অনুষ্ঠিত একটি জোরালো প্যানেল আলোচনায়, ভারতের পাঁচটি প্রধান আইআইটির ডিরেক্টররা একসাথে জানালেন—শুধু কম্পিউটার সায়েন্সে ছাত্রদের ঝোঁক দেশ গঠনের পথকে সংকীর্ণ করছে। প্যানআইআইটি অ্যালামনি লিডারশিপ সিরিজ (PALS)-এর অধীনে এই আলোচনা অনুষ্ঠিত হয়। মাদ্রাজ আইআইটির ডিরেক্টর ভি কামাকোটি বলেন, “দেশের ভবিষ্যতের জন্য শুধুমাত্র কোড নয়, প্রয়োজন আরও বিস্তৃত প্রযুক্তি চর্চার।” তিনি জাতীয় টপারদের কম্পিউটার সায়েন্স ছেড়ে অন্যান্য শাখায় আসার আহ্বান জানান।

আইআইটি ভুবনেশ্বরের ডিরেক্টর শ্রীপাদ কর্মলকর বলেন, “এই ‘হার্ড মেন্টালিটি’ ভাঙা জরুরি।” আইআইটি তিরুপতির ডিরেক্টর কে এন সত্যনারায়ণ আরও যোগ করেন, “ব্যাটারি, সেমিকন্ডাক্টরের মতো sunrise সেক্টরে বিশাল শূন্যতা তৈরি হয়েছে।” আইআইটি হায়দরাবাদের ডিরেক্টর বি এস মূর্তি শিক্ষার্থীদের কাছে আবেদন জানান, “ব্যক্তিগত লাভ নয়, দেশের চাহিদা আগে ভাবুন।” আর আইআইটি ধর্মাদের ডিরেক্টর ভেঙ্কাপ্পাইয়া আর দেশাই বলেন, প্রকৃত প্রকৌশল সেই যা সমাজের সমস্যা সমাধান করে।

আলোচনায় উঠে আসে ইন্টারডিসিপ্লিনারি, সমাজ বিজ্ঞান শিক্ষার গুরুত্ব, কৃত্রিম বুদ্ধিমত্তা ও টেকসই উন্নয়নের প্রতি গুরুত্ব দেওয়ার কথা। পাশাপাশি, পিছিয়ে পড়া ছাত্রদের জন্য আরও শিক্ষার সুযোগ বাড়ানোর দিকেও গুরুত্ব দেওয়া হয়। পালস-এর চেয়ারপার্সন সিএন চন্দ্রশেখরন বলেন, "এখনই সময়, যখন ইঞ্জিনিয়ারিং শিক্ষায় বড় ধরনের পরিবর্তন আনা দরকার।"