আজকাল ওয়েবডেস্ক : গুজরাটের স্ট্যাচু অফ ইউনিটি নাকি ফাটল ধরেছে। এই খবর সামাজিক মাধ্যমে পোস্ট করেন এক ব্যক্তি। এরপর নড়েচড়ে বসে গুজরাট পুলিশ। দ্রুত এফআইআর দায়ের করা হয়েছে ওই পোস্টের মালিকের বিরুদ্ধে।
পোস্টে লেখা হয়েছে ফাটল দেখা দিয়েছে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তিতে। যেকোনো সময় ওই মূর্তি পড়ে যেতে পারে। গুজরাটের নর্মদা জেলায় এই মূর্তি পর্যটকদের অন্যতম আকর্ষণ।
মূর্তি তৈরী করার একটি ছবি পোস্ট করে এই কথা লেখা হয়েছে। পোস্ট ইতিমধ্যে মুছে ফেলা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা অনুসারে মামলা করা হয়েছে। ২০১৮ সালে এই মূর্তি উদ্বোধন করেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিষয়টি নিয়ে শুরু হয়েছে জোর তদন্ত। যেখানে এক পোস্ট হয়েছে তাকে খোঁজ করা হচ্ছে।
