আজকাল ওয়েবডেস্ক: প্রাচীন কালে বিষপুরুষ বা বিষকন্যার নাম আমরা অনেকেই শুনেছি। তবে কলিযুগে বিষপুরুষের নিদর্শন মিলল বিহারে। সাপের কামড়ে মানুষের মৃত্যুর খবর শুনতেই আমরা অভ্যস্ত। কিন্তু মানুষের কামড়ে সাপের মৃত্যু ! বিস্ময়কর এই ঘটনাটি ঘটেছে বিহারে রাজৌলিতে। সন্তোষ লোহার নামে এক মজুর রেলের লাইনের ধারে কাজ করছিলেন। তাঁকে সেখানেই একটি বিষাক্ত সাপ কামড় দেয়। তবে ভয় পাওয়ার বদলে রাগের বশে সন্তোষ হাত দিয়ে সাপটিকে ধরে ফেলে এবং তাকেও তিনবার কামড় দেয়। এরপরই সাপটি মারা যায়। এবিষয়ে পরে সন্তোষকে প্রশ্ন করা হলে সে জানায়, তাঁর গ্রামের নিয়ম অনুসারে যদি সাপ তোমাকে কামড় দেয় তবে তুমিও সাপকে কামড় দেবে। ফলে বিষে বিষে বিষক্ষয় হয়ে যাবে। রেলওয়ে কর্তৃপক্ষ তখনই সন্তোষকে কাছের একটি হাসপাতালে নিয়ে যায়। খরবটি এতটাই দ্রুত ছড়িয়ে পড়ে যে হাসপাতালের বাইরে সন্তোষকে দেখার জন্য ভিড় জমে যায়। অনেকে এটাও বলতে শুরু করেন যে সাপটি বিষাক্ত ছিল না, তাহলে সন্তোষের অবধারিত মৃত্যু ঘটত। বর্তমানে সন্তোষ বিপদমুক্ত।