আজকাল ওয়েবডেস্ক: প্রকৃতির হাওয়া খেতে এক চালক তাঁর গাড়ি থামাতেই ঘটে গেল ভয়ানক ঘটনা। দুই বাইক আরোহী আচমকা গাড়ির দিকে এগিয়ে আসে। তাদের মধ্যে একজন গাড়িতে থাকা কিশোরীর উপর যৌন নির্যাতন চালায়। এমনকি গাড়িতে থাকা তিন মহিলার সোনার গয়না চুরি করে। 

সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোররাতে মহারাষ্ট্রের পুনে জেলার দৌন্ড এলাকার হাইওয়েতে এই ভয়াবহ ঘটনাটি ঘটে। পুনে জেলার একটি গ্রামের দুটি ভিন্ন পরিবারের সদস্যরা সোলাপুরের পণ্ঢরপুর মন্দির ভ্রমণে যাচ্ছিলেন। গাড়ির চালক এক ৭০ বছর বয়সী বৃদ্ধ৷ তিন মহিলা এবং তাঁদের ৩ সন্তানকে মন্দিরে নিয়ে যাচ্ছিলেন। তাঁদের দুইজন ১৭ বছরের তরুণ,  একজন ১৭ বছর বয়সী তরুণী। হাইওয়েতে চলাকালীন চালক ঘুমিয়ে পড়েন। আবহাওয়ার আমেজ নিতে কিছুক্ষণের জন্য গাড়ি থামান। ঠিক তখনই দুই অজ্ঞাত ব্যক্তি গাড়ির কাছে এসে ধারালো অস্ত্র দিয়ে যাত্রীদের ভয় দেখিয়ে সোনার গয়না লুট করে। অভিযুক্তদের মধ্যে একজন নাবালিকাকে গাড়ি থেকে নামিয়ে যৌন নির্যাতন করে বলে অভিযোগ। এরপর তারা পালিয়ে যায়৷ 

গাড়ির যাত্রীরা প্রথমে হতবাক হন। পরে সাহস সঞ্চয় করে পুলিশের কাছে যান। পুলিশ জানায়, এক চায়ের দোকানের মালিক ঘটনাটি প্রত্যক্ষ করেও কিছু করতে পারেননি বয়সের কারণে। 

পুলিশ জানিয়েছে, শিশু সুরক্ষা (পকসো) আইনের প্রাসঙ্গিক ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের খুঁজে বের করার আশ্বাস দেয়। তাদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য আটটি দল গঠন করা হয়েছে।