আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি দেশজুড়ে চরম অব্যবস্থাপনা ও মতবিরোধ দেখা দিয়েছে অবাধে ঘুরে বেড়ানো কুকুরদের (স্ট্রে ডগ) নিয়ে। একদিকে যখন দেশের সর্বোচ্চ আদালতের আদেশ অনুযায়ী দিল্লি-এনসিআর অঞ্চলের পথ কুকুরদের আশ্রয় দেওয়ার পক্ষে মত দেওয়া হচ্ছে, অন্যদিকে বাড়তে থাকা কুকুর আক্রমণের ঘটনার কারণে এই সিদ্ধান্তের বিরোধিতাও দেখা দিচ্ছে।
সাম্প্রতিককালে আরেক ভয়াবহ ঘটনা ঘটেছে। উত্তর প্রদেশের উন্নাও জেলার বাঙ্গারমাউ থানার অন্তর্গত শাহবাজপুর গ্রামে ঘটনাটি ঘটে। মঙ্গলবার সন্ধ্যায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। ছয় বছরের একটি শিশু তার বাড়ির পাশে খেলছিল, ঠিক সেই সময় হঠাৎ তিনটি অবাধে ঘুরে বেড়ানো কুকুর তাকে আক্রমণ করে। কুকুরগুলো আচমকা শিশুটির গলায় কামড়াতে শুরু করে, এবং সে গুরুতরভাবে আহত হয়। শিশুর চিৎকার শুনে পরিবারের লোকেরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে কুকুরদের হাত থেকে উদ্ধার করে। এর পরে শিশুটিকে অবিলম্বে স্থানীয় কমিউনিটি হেলথ সেন্টারে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
অপরদিকে, দিল্লির রোহিনী এলাকায় একটি ভিন্ন ঘটনা ঘটেছে। উত্তর দিল্লির সারভোदय বিদ্যালয়ে একটি পথ কুকুরের আক্রমন সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে পৌর কর্পোরেশনের (এমসিডি) পশু চিকিৎসা বিভাগ একটি দল পাঠায়। দলে উপস্থিত ছিলেন চালক ওম প্রকাশ এবং কর্মীরা – রতন, দীপক, পুষ্পেন্দ্র ও অনিল। সোমবার সকালে তাঁরা ঘটনাস্থলে পৌঁছয়। কিন্তু একদল কুকুরপ্রেমী ব্যক্তি দলটির কাজে বাধা দেয়। তাদের গালিগালাজ করে, এমনকী সরকারি গাড়িটি নষ্ট করার চেষ্টা করে।
আরও পড়ুনঃ হারিয়ে যাওয়া বোনের সঙ্গেই বিয়ের পিঁড়িতে ভাই! নিজের মেয়েকে চিনতে পেরে এ কী করলেন মা!
শুধু তাই নয়, ওই কর্মীরা কিছু কুকুরকে ধরেছিলেন, তাঁরা আটকে রাখা কুকুরগুলিকে জোর করে ছেড়ে দেন। এমসিডির এক কর্মকর্তা সংবাদমাধ্যমে জানান, এই ঘটনার জেরে সরকারি কাজে বাধা দেওয়া, কর্মীদের অপমান করা এবং গাড়িতে ভাঙচুরের অভিযোগে কেএন কাটজু মার্গ থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। ঘটনার যথাযথ তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশকে অনুরোধ জানানো হয়েছে।
পরপর দুটি ঘটনা ফের তুলে ধরেছে রাস্তায় ঘুরে বেড়ানো অবাধ কুকুরদের ঘিরে বর্তমান সংকট এবং সামাজিক বিভাজনের প্রতিচ্ছবি। একদিকে প্রাণীর অধিকার রক্ষার প্রশ্ন, অন্যদিকে মানুষের নিরাপত্তা – এই দুইয়ের মধ্যে ভারসাম্য খোঁজার প্রয়োজন এখন আগের চেয়েও বেশি।
প্রসঙ্গত, উত্তর প্রদেশের গাজিয়াবাদে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে৷ ঘটনায় প্রাণ হারিয়েছেন এক মহিলা সাব-ইনস্পেক্টর। সোমবার দুপুর প্রায় ২ টোর সময় এই দুর্ঘটনা ঘটে। খবর পাওয়া সূত্র অনুযায়ী জানা গিয়েছে, নিহত সাব-ইনস্পেক্টরের নাম ঋচা সচান। তাঁর বয়স মাত্র ২৫ বছর। ঘটনা ঘিরে তোলপাড় রাজ্য।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছেছে, মহিলা সাব ইন্সপেক্টর কাবি নগর থানায় ডিউটি শেষ করে বাইকে করে বাড়ি ফিরছিলেন। পথে আচমকা একটি কুকুরের সঙ্গে ধাক্কা লাগলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান। ঠিক সেই সময় পিছন দিক থেকে আসা একটি বেপরোয়া গাড়ি তাঁকে পিষে দেয়।
কাবি নগরের অতিরিক্ত পুলিশ কমিশনার ভাস্কর ভার্মা সংবাদমাধ্যমে জানিয়েছেন, আচমকা বাইকটি একটি কুকুরকে ধাক্কা দিলে ঋচা রাস্তায় পড়ে যান। এমন সময়ে পেছন থেকে আসা গাড়িটি তাঁকে চাপা দিয়ে দ্রুত গতিতে বেরিয়ে যায়। সূত্রে জানা গিয়েছে, দু্র্ঘটনার সময় তিনি হেলমেট পরা অবস্থায় ছিলেন। তবুও আঘাত এতটাই গুরুতর ছিল যে তৎক্ষণাৎ তাঁকে স্থানীয় সারবোদয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
