আজকাল ওয়েবডেস্ক: ফের ভয়াবহ দুর্ঘটনা তামিলনাড়ুতে। বেপরোয়া গতির বলি একাধিক বাস যাত্রী। দুই বাসের মুখোমুখি সংঘর্ষ। ভয়ঙ্কর দুর্ঘটনার জেরে জারি মৃত্যুমিছিল। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর তেনকাসিতে। পুলিশ জানিয়েছে, সোমবার দু'টি বেসরকারি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এর জেরে ছ'জন যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২৮ জন। আহত অনেকেরই শারীরিক অবস্থা আশঙ্কাজনক। 

পুলিশ সূত্রে আরও জানা গেছে, এদিন মাদুরাই থেকে সেঙ্কোটাইয়ের দিকে যাচ্ছিল একটি কেসার বেসরকারি বাস। অন্যদিকে তেনকাসি থেকে কোইলপট্টির দিকে যাওয়া আরেকটি বাস এই দুর্ঘটনার কবলে পড়ে। দু'টি বাসেই যাত্রীরা ছিলেন। মাদুরাই থেকে সেঙ্কোটাইয়ের দিকে যে বাসটি যাচ্ছিল, সেটি বেপরোয়া গতিতে যাওয়ার জেরেই দুর্ঘটনাটি ঘটে। 

দু'টি বাসের মুখোমুখি সংঘর্ষের জেরে পুরোপুরি দুমড়ে মুচড়ে যায়। পালানোর সুযোগ পাননি যাত্রীরা। খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী ও দমকল বাহিনী। এই পুলিশ আধিকারিক জানিয়েছেন, মাদুরাই থেকে সেঙ্কোটাইগামী বেপরোয়া বেসরকারি বাস চালকের গাফিলতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। 

তড়িঘড়ি করে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ২৮ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে অনেকেরই শারীরিক অবস্থা সঙ্কটজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। দুর্ঘটনার জোরকদমে তদন্ত চলছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। 

প্রসঙ্গত, চলতি মাসেই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল রাজস্থানে। রাজস্থানে ফের ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে পরপর গাড়িতে ধাক্কা ডাম্পার ট্রাকে। পিষে মৃত্যুমিছিল। এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকেই। গত দু'মাসে এখনও পর্যন্ত এ নিয়ে তৃতীয় ভয়াবহ দুর্ঘটনা ঘটল রাজস্থানে। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়পুরে। পুলিশ সূত্রে জানা গেছে, জয়পুরের হারমাদা এলাকায়। লোহা মান্ডি থেকে ডাম্পার ট্রাকটি জয়পুর-সিকার রোডের দিকে যাচ্ছিল বেপরোয়া গতিতে। সেই সময়েই নিয়ন্ত্রণ হারিয়ে পরপর গাড়ির পিছনে ধাক্কা দেয়। এরপর ওই এলাকায় ছোট ছোট কিছু গাড়ির উপর উল্টে পড়ে ট্রাকটি। ট্রাকের তলায় একটি মোটরবাইক ও দু'টি গাড়ি চাপা পড়ে যায়। 

পুলিশ সূত্রে জানা গেছে, কমপক্ষে ছ'টি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। যার মধ্যে চাপা পড়েন বহু মানুষ। গাড়ি চাপা পড়েই ঘটনাস্থলে প্রাণ হারান অনেকে। তড়িঘড়ি করে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, ডাম্পার ট্রাকের ব্রেক ফেল করেছিল‌। তার জেরেই পরপর গাড়িতে ধাক্কা দিয়ে আরও একাধিক গাড়ির উপর উল্টে যায় সেটি। 

মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা ইতিমধ্যেই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন। দুর্ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি গ্রিন করিডোর করে আহতদের দ্রুত অ্যাম্বু্যল্যান্সে করে হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এখনও পর্যন্ত চলছে উদ্ধারকাজ। ঘটনাস্থলে দীর্ঘক্ষণ যানজটের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি।