আজকাল ওয়েবডেস্ক: ছোট বোনকে নিজের চেয়ে বেশি ভালবাসেন দিদি। বোনের সুখের জন্যেই বিয়ে ভাঙলেন তিনি! কারণ? বোনকেই ভালবাসেন স্বামী। বিয়ের পর স্বামী ও বোনের বিবাহবহির্ভূত সম্পর্কের কথা জানতেই বড়সড় পদক্ষেপ করলেন দিদি। স্বামীকে ডিভোর্স দিয়ে, বোনের সঙ্গে বিয়ে দিয়ে দিলেন তিনি।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বোনের সুখের জন্য নিজের সংসার ভাঙলেন দিদি। আইনজীবী সন্দীপ বর্মা ঘটনাটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। যা নিমিষেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটিতে ওই আইনজীবী জানান, স্বামীকে ডিভোর্স দিয়েই, চোখের সামনে তাঁর বিয়ের তোড়জোড় শুরু করেন এক তরুণী। বিবাহ বিচ্ছেদের পর প্রাক্তন স্বামীর সঙ্গে বোনের চার হাত এক করতে উঠেপড়ে লাগেন তিনি। আসল কারণ জানার পর, আইনজীবী নিজেই এই মামলাটি দ্রুত মিটমাট করার চেষ্টা করেন।
আইনজীবী জানিয়েছেন, ওই দম্পতি দীর্ঘদিন ধরেই বিবাহবন্ধনে আবদ্ধ ছিল। তাঁদের এক সন্তান রয়েছে। ছোট বোন প্রায়ই দিদির শ্বশুরবাড়িতে এসে থাকতেন। এই পর্বেই জামাইবাবুর সঙ্গে শ্যালিকার ঘনিষ্ঠতা বাড়ে। প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। চুপিচুপি বাইরে দু'জনে দেখাও করতেন। বিষয়টি একদিন ফাঁস হয়ে যায় তরুণীর কাছে।
তবে বোনের সঙ্গে স্বামীর প্রেমের সম্পর্কের কথা জানাজানি হলেও, কোনও অশান্তি করেননি তরুণী। বরং সকলকে চমকে দেওয়া এক সিদ্ধান্ত নেন। বোনের সঙ্গে স্বামীর বিয়ে দেওয়ার ঘোষণা করেন তিনি। রাতারাতি ডিভোর্স দিয়ে, বোনের সঙ্গে প্রাক্তন স্বামীর বিয়ের প্রস্তুতি শুরু করেন। আইনি বিয়ের জন্য বোনকে কোর্টেও সাজিয়ে গুছিয়ে নিয়ে যান দিদি।
প্রসঙ্গত, গত বছর ডিসেম্বরেও এমন একটি ঘটনা ঘটেছিল। বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন স্ত্রী। জানতে পেরে রাগ হল না স্বামীর। টের পেলেন, স্বামীর চেয়ে প্রেমিকের প্রতিই স্ত্রীর টান বেশি। এরপর জীবনের অন্যতম বড় পদক্ষেপ করলেন যুবক। স্ত্রীর সঙ্গে তাঁর প্রেমিকের বিয়ে দিলেন স্বামী। ভালবাসার এমন নজিরে রীতিমতো চমকে গেছেন সকলে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে বিহারের সহরসায়। জানা গিয়েছে, তরুণীর সঙ্গে যুবকের ১২ বছরের দাম্পত্য ছিল। প্রেম করেই বিয়ে করেছিলেন তাঁরা। তিন সন্তান রয়েছে দম্পতির। এর মধ্যেই গ্রামের এক যুবকের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে আবদ্ধ হন তরুণী। যা কিছুদিনের মধ্যেই টের পান স্বামী।
তরুণীও স্বামীকে জানান, তিনি বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন। জানতে পেরে, মেজাজ হারাননি স্বামী। বরং ঠান্ডা মাথায় স্ত্রীর বিয়ের আয়োজন করেন। ওই গ্রামেই প্রেমিকের সঙ্গে দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হন তরুণী। ভাইরাল ভিডিওতে দেখা গেছে, তরুণীকে সিঁদুর পরিয়ে দিচ্ছেন তাঁর দ্বিতীয় স্বামী। তাঁদের পাশেই দাঁড়িয়ে রয়েছেন প্রথম স্বামী। কাঁদতে কাঁদতেই স্ত্রীর বিয়ে দেন তিনি।
এ ঘটনায় শোরগোল পড়েছে বিহারে। তরুণীর দ্বিতীয় বিয়ের ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি ইতিমধ্যেই সাড়ে পাঁচ লক্ষ মানুষ দেখেছেন। একজন লিখেছেন, 'একেই বলে ভালবাসা। স্ত্রীকে সুখী করতেই বিয়ে দিলেন স্বামী।' একজন আবার খোঁচা দিয়ে লিখেছেন, 'খোরপোশ থেকে বাঁচতেই হয়তো এরকম পদক্ষেপ করেছেন।'
