আজকাল ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশ, গত কয়েকদিন ধরেই একাধিক অশান্তির ছবি ফুটে উঠেছে সেখানে। বাদ গেল না দুর্গা পুজোর বিসর্জনেও। যোগীরাজ্যে প্রতিমা বিসর্জনে ব্যাপক অশান্তি। আগুন ধরিয়ে দেওয়া হল দোকান এমনকি হাসপাতালেও। গেল প্রাণ।


মূল ঘটনার সূত্রপাত রবিবার। বিসর্জনের মিছিল মুসলিম অধ্যুষিত এলাকা দিয়ে যাওযার সময় দুই পক্ষের বচসা বিবাদ শুরু হয়। বিবাদ বাড়লে পাথর ছোঁড়া হয়, এমনকি চালানো হয় গুলিও। মৃত্যু হয় ২২ বছরের রাম গোপাল মিশ্রর।আহত হন আরও কয়েকজন। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, ঘটনায় ৩০ জনকে আটক করেছে উত্তরপ্রদেশ পুলিশ। সেই ঘটনার রেশ ধরে সোমবার ফের উত্তপ্ত হয়ে বহরাইচ। 

এলাকায় কড়া নিরাপত্তা থাকলেও, বিক্ষোভ, উত্তেজনায় সোমবার পরিস্থিতি অগ্নিগর্ভ হয়। বিক্ষোভকারীরা এলাকার বেশ কয়েকটি দোকানে আগুন ধরিয়ে দেন, আগুন ধরিয়ে দেওয়া হয় একাধিক যানবাহনে, বাদ যায়নি হাসপাতালও।

বহরাইচের পুলিশ সুপার ঘটনাপ্রসঙ্গে জানিয়েছেন, সালমান নামের একজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। কারণ হিসেবে এসপি বৃন্দা শুক্লা জানিয়েছেন, তাঁর বাড়ি থেকেই গুলি চালানোর ঘটনা ঘটেছিল। রবিবারের অশান্তির ঘটনায় তদন্ত চলছে বলেও জানিয়েছেন তিনি। পরিস্থিতি সামাল দিতে এলাকায় টহল দিচ্ছে পুলিশ। অশান্ত পরিস্থিতিতে লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ছোড়ে বলেও জানা গিয়েছে।