আজকাল ওয়েবডেস্ক: বছরের শুরুতে খামখেয়ালি আবহাওয়া। আচমকা উধাও কনকনে ঠান্ডার আমেজ। চোখে পড়ছে না বিন্দুমাত্র বরফ। জানুয়ারির প্রথম সপ্তাহে ঊর্ধ্বমুখী পারদ আর ঝকঝকে রোদে রীতিমতো অস্বস্তিতে সিমলার মানুষ। শুক্রবারে জানুয়ারি মাসে রেকর্ড ভাঙা উষ্ণ আবহাওয়ার সাক্ষী থাকল সিমলা।
মৌসম ভবন সূত্রে খবর, শুক্রবার সিমলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস। ১৯ বছরে প্রথমবার জানুয়ারি মাসে ২২ ডিগ্রি ছুঁল তাপমাত্রা। এর আগে ২০০৬ সালে ৩০ জানুয়ারি সিমলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.৪ ডিগ্রি সেলসিয়াস।
আচমকা বেড়েছে সর্বনিম্ন তাপমাত্রাও। শুক্রবার সিমলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। ২০০৯ সালে ২৪ জানুয়ারি সিমলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। এটিই এখনও পর্যন্ত রেকর্ড সর্বনিম্ন তাপমাত্রা। এরপর গতকাল সর্বনিম্ন তাপমাত্রা সাড়ে ১১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছয়। এমনকী মানালিও গতকাল সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা হঠাৎ ঊর্ধ্বমুখী ছিল।
যদিও সিমলার আবহাওয়া চলতি সপ্তাহান্তেই ফের বদলাবে। মৌসম ভবন জানিয়েছে, রবিবার ও সোমবার হিমাচল প্রদেশে বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস রয়েছে। মঙ্গলবারেও হালকা বৃষ্টি হতে পারে।
