আজকাল ওয়েবডেস্ক:


সোমবার দুপুর। উত্তাল বাংলাদেশের আকাশ সীমা পেরিয়ে ভারতে এসেছিল বাঙ্গালদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিমান। প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েই দেশ ছেড়েছিলেন তিনি। রাষ্ট্রপতি ভবন থেকে বায়সেনার হেলিকপ্টারে ঢাকা শাহজালাল বিমানবন্দরে পৌঁছন হাসিনা। বায়ুসেনার সি-১৩০ ট্রান্সপোর্ট এয়ারক্র্যাফট বিমানে এসে নামেন হিন্দন এয়ারবেসে। হাসিনা যখন ভারতে পৌঁছলেন, তখন সোনার বাংলাদেশ পরিণত হয়েছে সেনার বাংলাদেশে। সেনা প্রধান ঘোষণা করেন, দ্রুত গঠন করা হবে বাঙ্গালদেশের অন্তর্বর্তীকালীন সরকার। সোমবার রাত পর্যন্ত দেশ জুড়ে সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে সে দেশের সংবাদ মাধ্যম সূত্রে।


?ref_src=twsrc%5Etfw">August 6, 2024


এসবের মাঝেই মঙ্গলবার সকালে জানা গেল, গাজিয়াবাদ থেকে পরবর্তী গন্তব্যের দিকে উড়ে গিয়েছে বাংলাদেশের বিমান। তবে ওই বিমানের পরবর্তী গন্তব্য কোথায়? বিমানে হাসিনা রয়েছেন কিনা, তা জানা যায়নি প্রাথমিক ভাবে। হাসিনা থাকলেও, তাঁর পরবর্তী গন্তব্য কী? জল্পনা ছিল তা নিয়েও।


সোমবার রাত থেকেই জল্পনা বাড়ছে হাসিনার পরবর্তী গন্তব্য নিয়ে। অসমর্থিত সূত্রে খবর ছিল, হাসিনার পরবর্তী গন্তব্য লন্ডন। তবে ব্রিটেন থেকে সবুজ সংকেত না মেলা পর্যন্ত তাঁকে অন্যত্র থাকতে হবে, তেমনটাই খবর সূত্রের। সেসবের মাঝেই মঙ্গলবার সকালে জানা গেল হিন্দন এয়ারবেস থেকে উড়েছে বাংলাদেশের বায়ুসেনার ওই বিমানটি।

?ref_src=twsrc%5Etfw">August 6, 2024

জল্পনার মাঝেই সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, ওই বিমানে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনা নেই। জানা গিয়েছে, ৭ জন সেনা জওয়ানকে নিয়ে ওই বিমানটি বাংলাদেশের ঘাঁটির দিকে উড়ে গিয়েছে।