আজকাল ওয়েবডেস্ক: শতাব্দী প্রাচীন দলীয় নেতৃত্বের আরও অস্বস্তি বাড়ালেন সাংসদ শশী থারুর। স্পষ্ট করে জানালেন যে, দলের সঙ্গে তাঁর নানা বিষয়ে মতবিরোধ রয়েছে। এত খোলাখুলি এই প্রথম প্রকাশ্যে কংগ্রেস নেতৃত্বের সঙ্গে নিজের মতপার্থক্যের কতা খোলসা করেছেন তিরুঅনন্তপুরম সাংসদ। তবে সেই এই মতপার্থক্য দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে নাকি রাজ্য নেতৃত্বের সঙ্গে, সেটা জানাননি শশী।

কেরলের শশী থারুর এআইসিসি সদস্য। লড়েছিলেন কংগ্রেস সভাপতি পদের নির্বাচনেও। শশীকে অপারেশন সিঁদুরের প্রচারে আমেরিকায় পাঠিয়েছিল মোদি সরকার। ওই অভিযান নিয়ে হাত শিবিরের তরফে প্রশ্ন তোলা হলেও সেখানে গিয়ে অপারেশ সিঁদুরের জয়গান গেয়েছিলেন এই সাংসদ। এরপর থেকেই দলের মধ্যে আরও কোণঠাসা শশী থারুর। মার্কিন মুলুকে অপারেশন সিঁদুরের জয়গান গেয়ে পবন খেরা, উদিত রাজ, জয়রাম রমেশের মতো নেতাদের খোঁচার মুখে পড়তে হয়েছে তাঁকে। 

তবে, তিরুঅনন্তপুরমের সাংসদের দাবি ছিল, তিনি অপারেশন সিঁদুরের মতো ইস্যুতে সরকারের অবস্থানকে সমর্থন করছেন শুধু ভারতের নাগরিক হিসাবে, কংগ্রেস নেতা হিসাবে নয়। বলেছেন, "আমি বিদেশে যা যা বলেছি, সবটাই আমার ব্যক্তিগত মতামত। আমি মনে করি নাগরিক হিসাবে ওটা আমার কর্তব্য ছিল। দল আমার পরিষেবা চায়নি। কেন্দ্র চেয়েছে। আর সেটাই আমি করেছি।"

কী বলেছেন শশী?
কংগ্রেস সাংসদ এবার বলেছেন, “দলের কারও কারও সঙ্গে আমার কিছু বিষয়ে মতবিরোধ রয়েছে। সেটা জনসমক্ষেই রয়েছে।” কেরলের নীলাম্বুর কেন্দ্রের উপনির্বাচনের পর সে নিয়ে তিনি মুখ খুলবেন বলেও ইঙ্গিত দিয়েছেন শশী। তবে তাঁর এই মতবিরোধ কেরল কংগ্রেসের সঙ্গে নাকি কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে, সেটা স্পষ্ট করেননি কংগ্রেস সাংসদ। 

নীলাম্বুরে ভোট নিয়েও সসীর সঙ্গে কংগ্রেস নেতৃত্বের টানাপোড়়েন চলেছে। প্রচারে তিনি অনুপস্থিত ছিলেন। কেন? যা নিয়ে সাংসদ বলেন, "দল আমাকে আমন্ত্রণ জানায়নি। তবে ঠিক আছে। এখন আমি কেরালায় এসেছি। আজ ভোটের দিন এবং আমি সকলকে আমার দলের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য অনুরোধ করছি। তিনি একজন ভাল প্রার্থী।" 

কংগ্রেসের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে চর্চা বাড়লেও শশী অবশ্য এদিন বলেছেন,  “কংগ্রেস দলের কর্মীরা সর্বত্র আমার পাশে ছিলেন।”

১৬ বছর ধরে কংগ্রেসের সঙ্গে থাকা এবং তিরুবনন্তপুরম থেকে টানা চারটি নির্বাচনে জয়ী থারুর বলেন, "দলের নেতাদের সঙ্গে মাঝে মাঝে মতবিরোধ থাকে, তবে এই সমস্যাগুলি অভ্যন্তরীণভাবে সমাধান করা উচিত।আমি মূল্যবোধের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। কংগ্রেস দলের প্রতিষ্ঠানের মূল্যবোধ হল প্রাতিষ্ঠানিক মূল্যবোধ যা আমাকে দলে রেখেছে।"