আজকাল ওয়েবডেস্ক : এনসিপি চিফের বিস্ফোরক অভিযোগ। জেড প্লাস সিকিউরিটি দিয়ে তাঁর উপর নাকি নজরদারি করা হচ্ছে। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন দরজায় কড়া নাড়ছে। তার আগে শরদ পাওয়ারের এই অভিযোগ নিয়ে উত্তাল রাজনীতি। কেন্দ্রীয় সরকার জেড প্লাস সিকিউরিটি বিশেষ ব্যক্তিদের দিয়ে থাকে।
৮৩ বছরের এই রাজনীতিবিদ জানালেন গোটা বিষয়টি সম্পর্কে তিনি ওয়াকিবহল নন। তিনি আরও বলেন, এই নিরাপত্তা নিয়ে তিনি কেন্দ্রীয় সরকারকে প্রশ্ন করেছিলেন। তখন উত্তরে তাঁকে বলা হয়েছে জেড প্লাস নিরাপত্তা তিনজনকে দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আরএসএস চিফ মোহন ভাগবত এবং শরদ পাওয়ার। তাঁর অনুমান সামনেই মহারাষ্ট্র নির্বাচন।
তার আগে গোপন খবর নিতেই এই নিরাপত্তা তাঁকে দেওয়া হয়েছে। ৫৫ জনের একটি সিআরপিএফ দল শরদ পাওয়ারের জেড প্লাস নিরাপত্তার জন্য রাখা হয়েছে। চলতি বছরের অক্টোবর-নভেম্বর মাসেই ২৮৮ আসনের মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন হবে। তারই প্রস্তুতি চলছে এখন জোরকদমে।
