আজকাল ওয়েবডেস্ক:‌ কোনও জরুরি প্রয়োজনে আচমকা বাইরে যেতে হবে। কাটতে হবে তৎকাল টিকিট। আর সেই টিকিট কাটা যায় যাত্রার এক দিন অর্থাৎ ২৪ ঘণ্টা আগে। এখন জেনে নিন তৎকাল টিকিট কাটার সাতটি নিয়ম। যাতে সেই টিকিট কনফার্মড হয়ে যায়।
আইআরসিটিসির মাধ্যমে অনলাইনে কাটা যেতে পারে তৎকাল টিকিট। 

 

 


১.‌ প্রথমেই আপনাকে ঢুকতে হবে আইআরসিটিসির ওয়েবসাইটে। অ্যাকাউন্টে লগ ইন করতে হবে।
২.‌ এরপর ‘‌বুক টিকিট’‌ অপশনে যেতে হবে। তারপর ‘‌তৎকাল’‌ বুকিংয়ে ক্লিক করতে হবে।
৩.‌ এরপর গন্তব্য, যাত্রার দিন, ট্রেনের নাম, কোন ক্লাসের টিকিট কাটবেন এই তথ্যগুলি দিতে হবে।
৪.‌ এরপর যাত্রীর বিবরণ ও জন্ম শংসাপত্র দিতে হবে।
৫.‌ এরপর ভাড়ার অপশনে যেতে হবে। 
৬.‌ তারপর পেমেন্ট অপশনে গিয়ে বুকিং কনফার্ম করতে হবে।
৭.‌ ভাড়া দেওয়ার পর ই–টিকিট ডাউনলোড করতে হবে।

 


আপনার স্মার্টফোনে ডাউনলোড করে রাখতে পারেন আইআরসিটিসি অ্যাপ। এবার জেনে রাখুন নিশ্চিত বুকিংয়ের জন্য যাত্রার দু’‌দিন আগে থেকেই অনলাইনে টিকিট কাটার চেষ্টা করুন। সেক্ষেত্রে আপনার ইন্টারনেট যেন হাই স্পিড হয়। তাহলে বুকিং দ্রুত হয়ে যাওয়ার সম্ভাবনা।