আজকাল ওয়েবডেস্ক: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় তোলপাড় গোটা দেশ। চিকিৎসক মহল থেকে শুরু করে পথে নেমেছেন সাধারণ মানুষ। দেশজুড়ে একাধিক হাসপাতালে কর্মবিরতির ঘোষণা করেছেন চিকিৎসকরা।
অনেক জায়গায় মিছিল করার সময় পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছেন সাধারণ মানুষ। আইনশৃঙ্খলা বজায় রাখতে সমস্যায় পড়তে হচ্ছে প্রশাসনকে। এই পরিস্থিতিতে এবার রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বিশেষ নির্দেশিকা পাঠাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
রাজ্যগুলিকে জানানো হয়েছে, আরজি করের ঘটনার প্রতিবাদ কোথায় কখন হচ্ছে তার বিস্তারিত রিপোর্ট প্রত্যেক দু'ঘণ্টা অন্তর পাঠাতে হবে কেন্দ্রকে। কেন্দ্রকে এই রিপোর্ট দেবেন রাজ্যের এডিজি আইনশৃঙ্খলা।
রিপোর্টে দেওয়া যাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও (FAX NO. 011-23093750, E- MAIL ID-iocdm.mha@nic.in AND WHATSAPP NO. 07838597197)। কেন্দ্রের এই নির্দেশকে স্বাগত জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি। এক্স হ্যান্ডেলে পোস্ট করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
অন্যদিকে, প্রাক্তন আরজি কর অধ্যক্ষ সন্দীপ ঘোষের সদস্য পদ বাতিল করেছে রাজ্য অর্থোপেডিক অ্যাসোসিয়েশন। নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত সন্দীপ ঘোষের সদস্য পদ বাতিল থাকবে বলে জানা গিয়েছে।
রাজ্য অর্থোপেডিক অ্যাসোসিয়েশনের ব্যানার ব্যবহার করতে পারবেন না সন্দীপ ঘোষ, সাফ জানিয়ে দেওয়া হল। আরজি কর কাণ্ডে সন্দীপ ঘোষকে ফের সিবিআই তলব করল। ২ দিনে প্রায় ২৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর রবিবার ফের তলব করা হয়েছে।
