আজকাল ওয়েবডেস্ক: অস্ত্রোপচারে গাফিলতির কথা শোনা গিয়েছে অনেক সময়। তবে এই মহিলার পরিণতি জানলে চমকে উঠবেন আপনিও। অস্ত্রোপচারের ভুলে মহিলার পেটে ১২ বছর ধরে রয়ে গেলো জোড়া কাঁচি। ২০১২ সালের পর সেই কাঁচি অস্ত্রোপচার করে চিকিৎসকরা বের করলেন ২০২৪ সালে! স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর তেমনটাই।
ঘটনাস্থল সিকিম। সেখানকার এসটিএনএম হাসপাতালের চিকিৎসকরা অস্ত্রোপচার করে ওই মহিলার পেট থেকে জোড়া কাঁচি বের করেছেন। জানা গিয়েছে, ওই হাসপাতালেই ১২ বছর আগে, ২০১২ সালে তিনি অ্যাপেন্ডিক্স অপারেশন করিয়েছিলেন। জানিয়েছেন তারপর আর কোনও অস্ত্রোপচার হয়নি। অভিযোগ, এক দশকের বেশি সময় আগে হওয়া অস্ত্রোপচারে চিকিৎসকদের গাফিলতিতেই এই চরম পরিণতি মহিলার।
অ্যাপেন্ডিক্স অপারেশনের পরেও একই জায়গায় ক্রমাগত যন্ত্রণার কারণে বারবার একাধিক চিকিৎসকের কাছে যান তিনি। কিন্তু যন্ত্রণা যায়নি। এরপরেই এক চিকিৎসকের পরামর্শে পুনরায় এক্সরে করান। তাতেই ধরা পড়ে, অ্যাপেন্ডিক্স এর জায়গায় রয়েছে দুটি কাঁচি।
এসটিএনএম হাসপাতালের মুখপাত্র জানিয়েছেন, স্বাস্থ্য কর্তা এবং চিকিৎসকদের একটি কমিটি তৈরি হয়েছে। তারা ১২ বছর আগের ঘটনার অভিযোগের তদন্ত চালাচ্ছেন।
