আজকাল ওয়েবডেস্ক : তেলেঙ্গানায় বিপত্তি। উল্টে গেল স্কুল বাস। জখম ১০ পড়ুয়া। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোদিকে চলতে শুরু করে। এরপর বাসটি উল্টে যায়। গাড়িতে বাসের চালক সহ আরও পড়ুয়া ছিল।


সকলেই এই ঘটনার জেরে জখম হয়েছে। বাসের পিছনে থাকা বেশ কয়েকটি গাড়িও ক্ষতি হয়েছে। জানা গিয়েছে বাসের পিছনে রাস্তা নিচু ছিল। তাই বাসটি নিচের দিকে গড়াতে শুরু করে। বাসের চালক হ্যান্ড ব্রেক মারেন। কিন্ত সেটি ফেল করে। এরপর বাসটি উল্টে যায়।


জখমদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ তদন্ত করে দেখছে কীভাবে এই দুর্ঘটনা হল। সামনের সিসিটিভি ফুটেজ দেখে এই তদন্ত করছে পুলিশ। বাসটি সত্যি ব্রেক ফেল করেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এই ঘটনার জেরে ওই এলাকায় আতঙ্ক তৈরী হয়েছে। রাস্তায় বাস দেখলে ভয় পাচ্ছে স্কুল পড়ুয়ারা।