আজকাল ওয়েবডেস্কঃ সম্প্রতি অবৈধ বালি খনির অভিজান চলাকালীন হয় ভয়াবহ আক্রমন৷ কিছু শ্রমিক সরকারি কর্মীর উপর চড়াও হয়। জোরপূর্বক দুটি বালি বোঝাই ট্রাক্টর ফিরিয়ে আনে বলে অভিযোগ উঠেছে৷ বুধবার অবৈধ বালি খনির বিরুদ্ধে অভিযানের সময় মাউ রানীপুর এলাকায় এই ঘটনা ঘটে।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বুধবার ঘটে ঘটনাটি। ট্রাক্টর চালক সহ অভিযুক্তরা এসডিএম-এর কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেছে। অবৈধভাবে বালি বোঝাই করা ট্রাক্টরগুলি নিয়ে গিয়েছে বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ইটায়াল গ্রামের বাসিন্দা এসডিএম নিরাপত্তা কর্মী কামতা প্রসাদ ইতিমধ্যেই কাটেরা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এসডিএম জানিয়েছে আরও দুই কর্মী - মহেন্দ্র সিং এবং কমলেশ - কাচনেভ গ্রামের এক মন্দিরের কাছে অবৈধভাবে বালি পরিবহনকারী ট্রাক্টরগুলিকে থামানোর চেষ্টা করছিলেন। সেই সময় তাঁদের উপর হামলা চালানো হয়।
অভিযুক্তদের নাম সোহিত যাদব এবং অঙ্কিত যাদব। আরও বেশ কয়েকজন অজ্ঞাত ব্যক্তি ছিল, পুলিশ জানিয়েছে। এরপর হামলাকারীরা ট্রাক্টরগুলি নিয়ে পালিয়ে যায়৷ 

পুলিশ জানিয়েছে ভারতীয় ন্যায় সংবিধানের ধারা ২২১ (সরকারি কর্মচারীকে সরকারি কার্য সম্পাদনে বাধা দেওয়া), ১২১ (সরকারি কর্মচারীকে কর্তব্য পালনে বাধা দেওয়ার জন্য  গুরুতর আঘাত করা), ১৩২ (সরকারি কর্মচারীকে কর্তব্য পালনে বাধা দেওয়ার জন্য আক্রমণ বা অপরাধমূলক বলপ্রয়োগ) এবং ৩৫২ (শান্তি ভঙ্গের উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে অপমান) এর অধীনে মামলা দায়ের করেছে।

বর্তমানে অভিযুক্তদের খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। পুরো ঘটনার তদন্ত জারি আছে।