আজকাল ওয়েবডেস্ক: একেই বোধহয় বলে ঈশ্বরের প্রতি ভক্তের আটুট বিশ্বাস। শিবরাত্রিতে মহাদেবকে রুপো আংটি, রূপোর মুদ্রা ও একটি লেবু নিবেদনের জন্য ভক্তদের মাঝে নিলামের আয়োজন করে মন্দির কর্তৃপক্ষ। তাতেই একটি লেবু নিলামে দাম উঠেছে ১৩ হাজার টাকায়! 

তামিলনাড়ুর ভিলাক্কেথি গ্রামের পাঝামথিন্নি কারুপ্পা ঈশ্বরণ মন্দিরে শিবরাত্রিতে গত বুধবার মধ্যরাতে প্রকাশ্যে নিলামের আয়োজন করা হয়েছিল। যা বিগত বেশ কয়েক বছর ধরে চলে আসছে। শিবলিঙ্গের উপর রূপোর আংটি, মুদ্রা ও লেবু চড়ানোর জন্য নিলাম করেন মন্দির কর্তৃপক্ষ। প্রকাশ্যে হয় এই নিলাম। সেখানেই শিবভক্ত থাঙ্গারাজ ওই লেবু ১৩ হাজার টাকায় কিনেছেন। 

৪৩,১০০ টাকায় রূপার আংটিটি কিনেছেন আরাচলুরের চিদাম্বরম। রবিকুমার এবং বানুপ্রিয়া নিলামে যৌথভাবে রূপার মুদ্রার জন্য ৩৫,০০০ টাকা আহ্বান করেন।

মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন যে, নিলামের পরে বিশেষ পুজোর জন্য দেবতার সামনে ওইসব রাখা হয়েছিল।

ভক্তরা বিশ্বাস করেন যে, এই আশীর্বাদপূর্ণ জিনিসপত্রের জিনিসগুলিই তাঁদের পরিবারের জন্য সুখ-সমৃদ্ধি আনবে এবং সকলকে ভালো রাখবে।