আজকাল ওয়েবডেস্ক:‌ কোথায় রয়েছেন শেখ হাসিনা?‌ জানা গেছে, ভারতেই রয়েছেন তিনি। দিল্লি তাঁকে কিছুদিন সময় দিয়েছে। মঙ্গলবার বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সর্বদল বৈঠকে বসেছিল কেন্দ্র। বৈঠকে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সহ আরও অনেকে। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, বৈঠকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানান, শেখ হাসিনা এখন মানসিকভাবে বিপর্যস্ত। ভারত তাঁকে ধাতস্থ হতে কিছুদিন সময় দিয়েছে। ‌বাংলাদেশে বসবাসকারী প্রবাসী ভারতীয়দের নিয়েও চিন্তিত দিল্লি। পিটিআই সূত্রে খবর, বৈঠকে এই বিষয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ সেনার সঙ্গে যোগ রেখে চলেছে দিল্লি।



পিটিআই সূত্রে খবর, সর্বদল বৈঠকে বাংলাদেশ নিয়ে ভারতের কী অবস্থান তা সকল সাংসদকে জানিয়েছেন জয়শঙ্কর। সূত্র অনুযায়ী তাঁর বক্তব্য আপাতত ভারত হাসিনাকে কিছু দিন সময় দিতে চায়। হাসিনা ভবিষ্যৎ পরিকল্পনার কথা ভারতকে জানালে তবেই পরবর্তী সিদ্ধান্ত নেবে কেন্দ্র। বৈঠকে এমনটাই জানিয়েছেন জয়শঙ্কর। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বাংলাদেশে থেকে ভারতীয়দের এখনই ফিরিয়ে আনা হচ্ছে না। তবে সবরকম পরিস্থিতির জন্য ভারত প্রস্তুত আছে। দ্রুত পদক্ষেপের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন জয়শঙ্কর। 


বাংলাদেশের পরিস্থিতি পর্যালোচনা করতে সোমবারই কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির জরুরি বৈঠক ডেকেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেও একপ্রস্থ আলোচনা হয়েছে। সূত্রের খবর, বৈঠকে নাকি এটাও আলোচনা হয়েছে, হাসিনা পরিস্থিতি সামাল দেওয়ার পুরোপুরি চেষ্টা করেছিলেন। কিন্তু পারেননি। তারপরই তিনি ইস্তফা দিয়ে ভারত চলে আসেন।