আজকাল ওয়েবডেস্ক:‌ কলকাতায় পুত্রসন্তানের জন্ম দিলেন তেজস্বী যাদবের স্ত্রী রাজশ্রী। সোমবার কলকাতার একটি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন লালুর ছোট পুত্র তেজস্বী যাদবের স্ত্রী রাজশ্রী। মঙ্গলবার সকালে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে সুখবর জানান তেজস্বী। লেখেন, ‘‌সুপ্রভাত! অবশেষে অপেক্ষার অবসান! আমাদের ছোট্ট শিশুসন্তানের আসার খবর জানাতে পেরে ধন্য।’‌ 


বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বীর সঙ্গে রাজশ্রীর বিয়ে হয়েছিল ২০২১ সালের ডিসেম্বরে। ২০২৩ সালের মার্চে কন্যাসন্তানের বাবা হয়েছিলেন তেজস্বী। সোমবার ঘরে এল ছেলে।


সোমবারই কলকাতায় আসেন লালু, স্ত্রী রাবড়ি দেবী ও কন্যা মিশা ভারতী। প্রসঙ্গত, রাজশ্রী গত কয়েক দিন ধরেই কলকাতার একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। স্ত্রীর পাশে থাকতে শহরে রয়েছেন তেজস্বীও। আর সোমবার হল পুত্রসন্তান। জানা গেছে মা ও সদ্যোজাত ভাল আছে। 


এদিকে, মঙ্গলবার সকালে হাসপাতালে সদ্যোজাতকে দেখতে যান বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। জানান, ‘‌বাচ্চাটি খুবই সুন্দর হয়েছে। শুভকামনা, শান্তি নিয়ে ও এসেছে। আমি দেখে গেলাম। সকলের সঙ্গে দেখা হয়েছে। খুব খুশি। আমার আন্তরিক শুভেচ্ছা রইল।’‌ হাসপাতালে লালুর সঙ্গেও দেখা করে যান মমতা।