আজকাল ওয়েবডেস্ক: ফেব্রুয়ারি থেকে জুন, পাঁচ মাসে তিনবার। তিনবার রেপো রেট কমিয়ে রীতিমতো চমকে দিল আরবিআই। ২০২৫-এর ফেব্রুয়ারির আগে রেপো রেট ছিল ৬.৫ শতাংশ।ফেব্রুয়ারিতে তা কমে ২৫ বেসিস পয়েন্ট। এপ্রিল-মে মাসের অর্থনীতিতে আরও ২৫ বেসিস পয়েন্ট সুদ কমায় আরবিআই। ৯ এপ্রিল এপ্রিলে ঋণনীতিতে রেপো রেট কমে তা দাঁড়ায় ৬ শতাংশে। অর্থাৎ, দু' বারে ২৫ করে, মোট ৫০ বেসিস পয়েন্ট কমেছে। এবার, একবারেই ৫০ বেসিস পয়েন্ট কমানো হল।
৬ জুন, আরবিআইয়ের গভর্নর সঞ্জয় মলহোত্র ঘোষণা করলেন, এক ধাক্কায় রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট কমানো হয়েছে। অর্থাৎ সূচক ৬ থেকে নেমে হল ৫.৫০ শতাংশ।
এর আগে, ৪ জুন আরবিআইয়ের মুদ্রানীতি কমিটি তিনদিনের বৈঠকে বসে। তার পরেই এই ঘোষণা করা হয়। জুন মাসে, এক ধাক্কায় ৫০ বেসিস পয়েন্ট কমায় রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাঙ্কের ঋণ গ্রহণকারীরা বড় স্বস্তি পাবেন।
রেপো রেট আদতে কী? রেপো রেট হল সুদের হার, যে হারে মূলত রিজার্ভ ব্যাঙ্ক বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে স্বল্প মেয়াদে ঋণ দেয়। ফলে এই রেটের উপর নির্ভর করে ব্যাঙ্কগুলি গ্রাহকদের কত হারে ঋণ দেবে। রেপো রেট কমার অর্থ হল, হোম লোন, গাড়ির লোন নিয়েছেন যাঁরা, তাঁদের সুদের হার কমবে। কারণ ব্যাঙ্কগুলি চাইলেই এই হার কমাতে পারে।
