আজকাল ওয়েবডেস্ক : রেকর্ড গড়ল এবারের প্রেমদিবস।  ঢেলে বিক্রি হয়েছে ফুল এবং চকোলেট।এমনটাই এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন সুইগির এক কর্ণধার। তিনি তাঁর পোস্টে লিখেছেন, এবারের ভ্যালেনটাইন্স ডে-তে  প্রতিমিনিটে বিক্রি হয়েছে ৫৮১টি চকোলেট এবং ৩২৪ টি গোলাপ। এমনকি বিক্রির সমীক্ষা পোস্ট করে তিনি লিখেছেন এবারের বিক্রি গতবারের থেকে দ্বিগুন। 


প্রেমদিবসে প্রত্যেকেই প্রিয়জনদের ফুল এবং চকোলেট উপহার দিয়ে থাকেন। এবারেও তার অন্যথা হয়নি। বরং এবারের রেকর্ড বিক্রি দেখে চমকে গিয়েছে  খোদ সুইগিও। সংস্থার কর্ণধার  সেদিনের  বিক্রির সমীক্ষা এক্সহ্যান্ডেলে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ভালোবাসা (এবং চকলেট) বাতাসে ভাসছে। সঙ্গে তিনি আরও লিখেছেন , প্রেমদিবসের সকাল ১০.৫৩ টার মধ্যেই গতবারের থেকে দ্বিগুণ চকলেটের অর্ডার এসেছে।
এক্সহ্যান্ডেলে আরও একটি পোস্টে  তিনি লিখেছেন , ভালোবাসার শেয়ারবাজারে এটি একটি বিরাট দৌড়। এবারের প্রেমদিবসে  প্রতিমিনিটে অর্ডার এসেছে  ৫৮১টি চকোলেট এবং ৩২৪ টি গোলাপের। যা রেকর্ড গড়েছে।