আজকাল ওয়েবডেস্ক: গাড়ির মধ্যে বিয়ার পার্টি। খানিকক্ষণ আড্ডার পরেই ঘনিষ্ঠ বন্ধুকে খুন করল দুই যুবক। খুনের পর দেহটি গাড়ির মধ্যে রেখে, গোটাটাই জ্বালিয়ে দিল তারা। হাড়হিম হত্যাকাণ্ডে তোলপাড় উত্তরপ্রদেশ। ইতিমধ্যেই দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মঙ্গলবার রাতে দাদরি এলাকার জঙ্গল থেকে আগুনে পোড়ানো গাড়িটি উদ্ধার করে পুলিশ। সেই গাড়ির মধ্যে থেকেই যুবকের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশকে পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার বন্ধুদের দেখা করতেই গিয়েছিলেন ওই যুবক। তারপর আর তাঁর খোঁজ পাওয়া যায়নি। দেহটি ময়না তদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করে পুলিশ।
যুবকের দুই বন্ধুকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জেরায় খুনের ঘটনাটি স্বীকার করে নিয়েছে তারা। পুলিশকে জানিয়েছে, বিয়ার পার্টির পরেই যুবকের গলায় কুকুরের বেল্ট জড়িয়ে শ্বাসরোধ করে খুন করে তারা। এরপর দেহটি গাড়ির মধ্যে রেখে পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেয়। যাতে সকলের ধারণা হয়, অগ্নিদগ্ধ হয়ে যুবকের মৃত্যু হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, টাকা, গয়না চুরি করার উদ্দেশ্যেই যুবককে খুন করে তাঁর দুই ঘনিষ্ঠ বন্ধু। খুনের পর যুবকের পকেট থেকে হাজার হাজার টাকা, সোনার আংটি, হার সবটাই চুরি করে তারা। দুই যুবককে গ্রেপ্তারির পর চুরি করা জিনিসগুলিও উদ্ধার করেছে পুলিশ।
